Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Madan Ghosh no more প্রয়াত সিপিআই (এম) নেতা মদন ঘোষ


 

Madan Ghosh no more

প্রয়াত সিপিআই (এম) নেতা মদন ঘোষ 


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 21 April 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সিপিআইএম নেতা মদন ঘোষের জীবনাবসান হয়েছে। শুক্রবার সকাল ৭ টা ১০ মিনিট নাগাদ বর্ধমানের ভাতছালা পাড়ায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। 

সিপিএমের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মদন মদন ঘোষ দীর্ঘদিন পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি এবং সভাধিপতি পদে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি সিপিআইএম এর শাখা সংগঠন কৃষক সভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

জানা গেছে, প্রয়াত মদন ঘোষের শেষকৃত্য বর্ধমানেই সম্পন্ন হবে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বর্ধমানে শেষকৃত্যে উপস্থিত থাকবেন। সকাল ১১টা পর্যন্ত তাঁর মরদেহ বাসভবনে থাকবে। এরপর সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিকাল ৪ টা পর্যন্ত মরদেহ শায়িত থাকবে । বিকাল ৪টের পর মরদেহ নিয়ে শোক মিছিল শুরু হবে। শোক মিছিল শেষে মদন ঘোষ এর মরদেহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।