Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Iftar দাওয়াত এ ইফতার


 

Iftar 

দাওয়াত এ ইফতার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করল ইণ্ডিয়ান বয়েজ এন্ড গার্লস গ্রুপ। শুক্রবার গ্রুপের পক্ষ থেকে দাওয়াত এ ইফতার এর আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ একমাস যাবত রোজা পালন করে। শুক্রবার ১৫ তম দিনে শতাধিক রোজদারকে ইফতার করার ব্যবস্থা করা হয়।

তাৎপর্যপূর্ণ বিষয় এই সংস্থার পক্ষ থেকে রামনবমীরও বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। ইণ্ডিয়ান বয়েজ এন্ড গার্লস গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা যেমন রামনবমীর মিছিল করি তেমনি ইফতারের আয়োজনও করে থাকি'। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাজনারায়ণ সাউ, আইএনটিটিইউসি'র পূর্ব বর্ধমান জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম, তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য সহ প্রমোদ হরিজন এবং অন্যান্যরা।