Iftar দাওয়াত এ ইফতার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

Iftar দাওয়াত এ ইফতার


 

Iftar 

দাওয়াত এ ইফতার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করল ইণ্ডিয়ান বয়েজ এন্ড গার্লস গ্রুপ। শুক্রবার গ্রুপের পক্ষ থেকে দাওয়াত এ ইফতার এর আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ একমাস যাবত রোজা পালন করে। শুক্রবার ১৫ তম দিনে শতাধিক রোজদারকে ইফতার করার ব্যবস্থা করা হয়।

তাৎপর্যপূর্ণ বিষয় এই সংস্থার পক্ষ থেকে রামনবমীরও বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। ইণ্ডিয়ান বয়েজ এন্ড গার্লস গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা যেমন রামনবমীর মিছিল করি তেমনি ইফতারের আয়োজনও করে থাকি'। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাজনারায়ণ সাউ, আইএনটিটিইউসি'র পূর্ব বর্ধমান জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম, তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য সহ প্রমোদ হরিজন এবং অন্যান্যরা।

Post a Comment

0 Comments