Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিদ্যালয়ের উন্নয়নে প্রবাসী চিকিৎসক ও তাঁর দিদির আর্থিক সহায়তায়


 

বিদ্যালয়ের উন্নয়নে প্রবাসী চিকিৎসক ও তাঁর দিদির আর্থিক সহায়তায় 


Sk Samsuddin
Sangbad Prabhati, 17 April 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : রাজ‍্যে চলছে তীব্র তাপপ্রবাহ, রাজ‍্য সরকার সমস্ত বিদ‍্যালয় ১৭ এপ্রিল থেকেই ছুটি ঘোষণা করেছে। তার মধ‍্যেই মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ‍্যালয়ে ৭৫ বছর পূর্তি সমাপ্তি অনুষ্ঠানের কাটছাঁট করে বিদ‍্যালয়ের জমি দাতা স্বর্গীয় রসিকলাল বিষয়ীর মূর্তি উন্মোচন এবং বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্রী সোনালী সামন্ত ও তার প্রবাসী চিকিৎসক ভাই ডাঃ বুদ্ধদেব দাঁ'র অর্থানুকুল‍্যে তাদের স্বর্গীয় মাতা ভারতী দাঁ'র স্মৃতিতে নব নির্মিত স্টেজের উদ্বোধন করা হয়। এটা বন্ধ করতে চাইলেও সম্ভব হয়নি, কারণ প্রবাসী চিকিৎসক আমেরিকা নিবাসী ডাঃ বুদ্ধদেব দাঁ'র রুটিন অনুযায়ী আজই রাতে ফিরে যাওয়ার ফ্লাইট এবং বুধবারের মধ‍্যে সেখানে পৌঁছে একটা মিটিংয়ে যোগ দিতে হবে। ফলে একপ্রকার বাধ‍্য হয়েই স্কুল কর্তৃপক্ষ স্বল্প সময়ের জন‍্য সমস্ত অনুষ্ঠান বাতিল করে স্টেজ ও রসিকলাল বিষয়ীর মূর্তি উদ্বোধনের কাজ সেরে নেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার লসভেগাসে কর্মরত হৃদরোগ বিশেষজ্ঞ মেডিসিন চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ, সোনালী সামন্ত ও তার স্বামী অধ‍্যাপক ডঃ অনুনয় সামন্ত, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বিদ‍্যালয়ের প্রশাসক ও মেমারি চক্রের এস আই ভজন ঘোষ, পৌরসভার দুই কাউন্সিলর সেখ ইউসুফ, বাপি ব‍্যানার্জী, সমাজসেবী শুভেন্দু গুহ, ইঞ্জিনিয়ার সেখ জামাত আলি, টিচার ইন চার্জ চন্দ্রা চ‍্যাটার্জী সহ সকল শিক্ষিকা সহ শিক্ষাকর্মীবৃন্দ। পরে এসে যোগ দেন ডাঃ সোমনাথ সরকার যিনি রসিকলাল বিষয়ীর মূর্তি স্থাপনে আর্থিক সহায়তা করেন। এখানে অতিথিবর্গ বার্তা দেন ছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে এবং প্রথম থেকেই মিশন ও ভিশন ঠিক করে নিতে হবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে। এছাড়াও জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর মা-বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিকা সহ বিদ‍্যালয়কে যেন ভুলে না যায়।