Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শ্রাচী ও বর্ধমান ওয়েভ এর যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির


 

শ্রাচী ও বর্ধমান ওয়েভ এর যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির 


Sangbad Prabhati, 7 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গুড ফ্রাইডের দিনটিতে আবারও একটি মানবিক উদ্যোগ নিল শ্রাচী গ্রুপ এবং বর্ধমান ওয়েভ। বর্ধমান শহরের উপকন্ঠে গোলাপবাগের কাছে সরাইটিকরে সমৃদ্ধি নার্সিং ইনস্টিটিউটে আমতলা গ্রামবাসীদের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। শিবিরের উদ্যোক্তা ছিল শ্রাচী রিয়েলটি।

এই শিবিরে শ্রাচী রিয়েলটির কর্ণধার রাহুল টোডি, চিফ মার্কেটিং অফিসার পুনম থারার, মিডিয়া উপদেষ্টা রজতশুভ্র মুখোটি। বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ কৌস্তভ নায়েক, সমৃদ্ধি নার্সিং কলেজের কর্ণধার মহম্মদ আজিবুদ্দিন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ দিব্যেন্দু রায়, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ডি নাগা, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মহঃ আসরাফউদ্দিন, বর্ধমান ওয়েভ এর সভাপতি পার্থ চৌধুরী সহ অন্যান্যরা।

আজকের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু মেডিসিন, গাইনি ও শিশুবিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে প্রয়োজনীয় পরামর্শ দেন।