ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত বাচ্চাদের নতুন জামা-কাপড় প্রদান
Sangbad Prabhati, 20 April 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পবিত্র ঈদের প্রাক্কালে বর্ধমান স্টেশন চত্বরে থাকা সুবিধা বঞ্চিত বাচ্চাদের নতুন জামা-কাপড় দেওয়া হলো পথশিশু পাঠশালা কিশলয়ের তরফ থেকে।
এদিন আর এক স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস ওই সমস্ত শিশুদের হাতে কেক, ফল ও ঠান্ডা পানীয় তুলে দেয়।
উদ্যোক্তাদের তরফ থেকে ডঃ গোপাল ঘোষাল ও প্রতনু রক্ষিত জানান আজ প্রায় তিরিশ জন দুঃস্থ শিশুদের হাতে ঈদের উপহার স্বরূপ এই নতুন জামা-কাপড় ও খাবার তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠান ঘিরে শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।