Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Tribal movement আদিবাসী সেঙ্গেলের রাস্তা অবরোধ


Tribal movement

আদিবাসী সেঙ্গেলের রাস্তা অবরোধ


Atanu Hazra
Sangbad Prabhati, 17 April, 2023

অতনু হাজরা, জামালপুর : বালুরঘাটে আদিবাসী মহিলাদের দন্ডী খাটানোর প্রতিবাদ এখনও চলছে। আজ আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে জামালপুরে হালারা বিপত্তারিনি তলায় চকদিঘী তারকেশ্বর রোডের উপর রাস্তা অবরোধ করে সেঙ্গেল এর সদস্যরা। জেলার আদিবাসী সেঙ্গেল অভিযানের সভাপতি লক্ষ্মী নারায়ণ মুরমুর নেতৃত্বে রাজ্যের রাজ্যপালকে জামালপুর থানার মাধ্যমে একটি দাবিপত্র পাঠান তাঁরা। সংগঠনের তরফে দাবি রাখেন অবিলম্বে বালুরঘাটে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। অ- আদিবাসীদের এস টি ফেক সার্টিফিকেট দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। সাঁওতালি ভাষার শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে এবং ১৬ জন সাঁওতালি মাধ্যমের ছাত্রদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিতে হবে।আদিবাসীদের জল, জঙ্গল ও জমির অধিকার থেকে বঞ্চিত করা বন্ধ করতে হবে। আদিবাসীদের মারঘাটি, জাহের থান, মাঝি থান এগুলোর রেকর্ড করে সংরক্ষনের ব্যবস্থা করতে হবে। 

ঘন্টা খানেক ধরে চলে অবরোধ। জামালপুর থানার পক্ষ থেকে ওসি ইনস্পেকটর রাকেশ সিংয়ের নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ছিলেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী। পুলিশি মধ্যস্থতায় ঘন্টা খানেক পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।