Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

শতাব্দী প্রাচীন শিবের গাজন জামালপুরে

 



শতাব্দী প্রাচীন শিবের গাজন জামালপুরে


অতনু হাজরা, সাদীপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর গ্রামে হয় শতাব্দী প্রাচীন শিবের গাজন। কথিত আছে এখানে ভোলা মহেশ্বর স্বয়ম্ভু। কয়েকশ বছর আগে মাটি ফুঁড়ে বের হয়ে আসেন তিনি। সেই থেকেই তিনি পূজিত হয়ে আসছেন। চড়ক সংক্রান্তি তে বিশেষ পুজো হয় এখানে চৈত্র মাসের ২৪ তারিখে ঘট বসানো হয়। থাকেন একাধিক সন্ন্যাসী। তাঁরা গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। কঠিন সংযমী জীবন যাপন করেন সন্ন্যাসীরা। চড়কের বিশেষ পুজো উপলক্ষ্যে বসে মেলা। 

রঙিন আলোয় সাজানো হয় মন্দির। আশে পাশের ১০- ১২ টি গ্রাম থেকে মানুষ আসেন এখানে উৎসব দেখতে। সন্ন্যাসীরা নিয়ম মেনে অনেক কঠিন খেলা দেখান। যেমন কাঁটার ঝাড়ে লাফ, ছাদ থেকে নিচে লাফ, চড়কে ঘোরা সহ নানান খেলা। 

এখানকার মহাদেব অত্যন্ত জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাদের মনোবাসনা পূরণ হওয়ায় পুজো দিতে আসেন। চরকের মেলা কে কেন্দ্র করে উৎসব শুরু হয় গ্রামে। গ্রামবাসী পরাগ বাবু, বিশ্বজিৎ বাবু আমাদের জানান কতদিনের প্রাচীন এই মন্দির তা বলা যাবে না । আনুমানিক ৩০০- ৪০০ বছর হবে। পূর্ব পূরুষ ধরে তাঁরাও শুনে আসছেন বাবা মহাদেব মাটি ফুঁড়ে এখানে উঠেছিলেন।