Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শতাব্দী প্রাচীন শিবের গাজন জামালপুরে

 



শতাব্দী প্রাচীন শিবের গাজন জামালপুরে


অতনু হাজরা, সাদীপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর গ্রামে হয় শতাব্দী প্রাচীন শিবের গাজন। কথিত আছে এখানে ভোলা মহেশ্বর স্বয়ম্ভু। কয়েকশ বছর আগে মাটি ফুঁড়ে বের হয়ে আসেন তিনি। সেই থেকেই তিনি পূজিত হয়ে আসছেন। চড়ক সংক্রান্তি তে বিশেষ পুজো হয় এখানে চৈত্র মাসের ২৪ তারিখে ঘট বসানো হয়। থাকেন একাধিক সন্ন্যাসী। তাঁরা গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। কঠিন সংযমী জীবন যাপন করেন সন্ন্যাসীরা। চড়কের বিশেষ পুজো উপলক্ষ্যে বসে মেলা। 

রঙিন আলোয় সাজানো হয় মন্দির। আশে পাশের ১০- ১২ টি গ্রাম থেকে মানুষ আসেন এখানে উৎসব দেখতে। সন্ন্যাসীরা নিয়ম মেনে অনেক কঠিন খেলা দেখান। যেমন কাঁটার ঝাড়ে লাফ, ছাদ থেকে নিচে লাফ, চড়কে ঘোরা সহ নানান খেলা। 

এখানকার মহাদেব অত্যন্ত জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাদের মনোবাসনা পূরণ হওয়ায় পুজো দিতে আসেন। চরকের মেলা কে কেন্দ্র করে উৎসব শুরু হয় গ্রামে। গ্রামবাসী পরাগ বাবু, বিশ্বজিৎ বাবু আমাদের জানান কতদিনের প্রাচীন এই মন্দির তা বলা যাবে না । আনুমানিক ৩০০- ৪০০ বছর হবে। পূর্ব পূরুষ ধরে তাঁরাও শুনে আসছেন বাবা মহাদেব মাটি ফুঁড়ে এখানে উঠেছিলেন।