শতাব্দী প্রাচীন শিবের গাজন জামালপুরে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

শতাব্দী প্রাচীন শিবের গাজন জামালপুরে

 



শতাব্দী প্রাচীন শিবের গাজন জামালপুরে


অতনু হাজরা, সাদীপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর গ্রামে হয় শতাব্দী প্রাচীন শিবের গাজন। কথিত আছে এখানে ভোলা মহেশ্বর স্বয়ম্ভু। কয়েকশ বছর আগে মাটি ফুঁড়ে বের হয়ে আসেন তিনি। সেই থেকেই তিনি পূজিত হয়ে আসছেন। চড়ক সংক্রান্তি তে বিশেষ পুজো হয় এখানে চৈত্র মাসের ২৪ তারিখে ঘট বসানো হয়। থাকেন একাধিক সন্ন্যাসী। তাঁরা গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। কঠিন সংযমী জীবন যাপন করেন সন্ন্যাসীরা। চড়কের বিশেষ পুজো উপলক্ষ্যে বসে মেলা। 

রঙিন আলোয় সাজানো হয় মন্দির। আশে পাশের ১০- ১২ টি গ্রাম থেকে মানুষ আসেন এখানে উৎসব দেখতে। সন্ন্যাসীরা নিয়ম মেনে অনেক কঠিন খেলা দেখান। যেমন কাঁটার ঝাড়ে লাফ, ছাদ থেকে নিচে লাফ, চড়কে ঘোরা সহ নানান খেলা। 

এখানকার মহাদেব অত্যন্ত জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাদের মনোবাসনা পূরণ হওয়ায় পুজো দিতে আসেন। চরকের মেলা কে কেন্দ্র করে উৎসব শুরু হয় গ্রামে। গ্রামবাসী পরাগ বাবু, বিশ্বজিৎ বাবু আমাদের জানান কতদিনের প্রাচীন এই মন্দির তা বলা যাবে না । আনুমানিক ৩০০- ৪০০ বছর হবে। পূর্ব পূরুষ ধরে তাঁরাও শুনে আসছেন বাবা মহাদেব মাটি ফুঁড়ে এখানে উঠেছিলেন।

Post a Comment

0 Comments