Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ষ বরণে মিলিত প্রয়াস



বর্ষ বরণে মিলিত প্রয়াস


Sangbad Prabhati, 14 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'এসো হে বৈশাখ এসো এসো' আমরা চৈত্রের শেষ লগ্নে এসে পৌঁছেছি। নতুন বছর আমাদের হাতছানি দিচ্ছে। তাই এই নববর্ষের প্রাক্কালে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস পরিবারের সকল সদস্যরা নতুন বছরকে বরণ করার জন্য একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শুক্রবার একত্রিত হয়েছিল উদয়চাঁদ গ্রন্থাগারের সভাকক্ষে 'বর্ষবরণ' অনুষ্ঠানের মাধ্যমে।

এর সাথে আজ এই একই মঞ্চে কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে সমাজের বুকে মাথা তুলে বেঁচে থাকা কয়েকজন 'মা' কে সম্মান জানানো হলো। এছাড়াও একটি অটিস্টিক বাচ্চা ও দুঃস্থ লোকশিল্পীকেও সম্মানিত করা হয়। 

মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আই.সি সুখময় চক্রবর্তী ও বর্ধমান মহিলা থানার আই.সি বনানী রায়, শিক্ষাবিদ ডঃ প্রেম আগরয়াল, শিক্ষক ডঃ গোপাল ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি নিয়ে উপস্থিত ছিলেন 'আয়না' র কর্ণধার মনিকা ঠাকুর ও সহশিল্পীরা।