বর্ষ বরণে মিলিত প্রয়াস
Sangbad Prabhati, 14 April 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'এসো হে বৈশাখ এসো এসো' আমরা চৈত্রের শেষ লগ্নে এসে পৌঁছেছি। নতুন বছর আমাদের হাতছানি দিচ্ছে। তাই এই নববর্ষের প্রাক্কালে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস পরিবারের সকল সদস্যরা নতুন বছরকে বরণ করার জন্য একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শুক্রবার একত্রিত হয়েছিল উদয়চাঁদ গ্রন্থাগারের সভাকক্ষে 'বর্ষবরণ' অনুষ্ঠানের মাধ্যমে।
এর সাথে আজ এই একই মঞ্চে কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে সমাজের বুকে মাথা তুলে বেঁচে থাকা কয়েকজন 'মা' কে সম্মান জানানো হলো। এছাড়াও একটি অটিস্টিক বাচ্চা ও দুঃস্থ লোকশিল্পীকেও সম্মানিত করা হয়।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আই.সি সুখময় চক্রবর্তী ও বর্ধমান মহিলা থানার আই.সি বনানী রায়, শিক্ষাবিদ ডঃ প্রেম আগরয়াল, শিক্ষক ডঃ গোপাল ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি নিয়ে উপস্থিত ছিলেন 'আয়না' র কর্ণধার মনিকা ঠাকুর ও সহশিল্পীরা।