Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ষ বরণে মিলিত প্রয়াস



বর্ষ বরণে মিলিত প্রয়াস


Sangbad Prabhati, 14 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'এসো হে বৈশাখ এসো এসো' আমরা চৈত্রের শেষ লগ্নে এসে পৌঁছেছি। নতুন বছর আমাদের হাতছানি দিচ্ছে। তাই এই নববর্ষের প্রাক্কালে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস পরিবারের সকল সদস্যরা নতুন বছরকে বরণ করার জন্য একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শুক্রবার একত্রিত হয়েছিল উদয়চাঁদ গ্রন্থাগারের সভাকক্ষে 'বর্ষবরণ' অনুষ্ঠানের মাধ্যমে।

এর সাথে আজ এই একই মঞ্চে কঠিন জীবন সংগ্রামের মাধ্যমে সমাজের বুকে মাথা তুলে বেঁচে থাকা কয়েকজন 'মা' কে সম্মান জানানো হলো। এছাড়াও একটি অটিস্টিক বাচ্চা ও দুঃস্থ লোকশিল্পীকেও সম্মানিত করা হয়। 

মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আই.সি সুখময় চক্রবর্তী ও বর্ধমান মহিলা থানার আই.সি বনানী রায়, শিক্ষাবিদ ডঃ প্রেম আগরয়াল, শিক্ষক ডঃ গোপাল ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি নিয়ে উপস্থিত ছিলেন 'আয়না' র কর্ণধার মনিকা ঠাকুর ও সহশিল্পীরা।