Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ডেপুটেশন


 

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ডেপুটেশন


অতনু হাজরা, বর্ধমান : শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে, বিদ্যালয়গুলোর অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে, শিক্ষাঙ্গনে সুস্থ কর্ম সংস্কৃতি বজায় রাখতে, ছাত্র ছাত্রীদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি তপন দাস।

 বুধবার জেলার বিভিন্ন ব্লক থেকে শিক্ষকরা ডি আই অফিসের সামনে জমায়েত হন সেখানে উপস্থিত নেতৃত্ব বক্তব্য রাখেন। বর্তমানে রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে যে বিপ্লব এনে দিয়েছে তা তুলে ধরেন। পরে প্রতিনিধিত্ব মূলক ভাবে ডি আই এর কাছে তাদের দাবি পত্র বা স্মারকলিপি তুলে দেন। তাদের মূল দাবী ছিল গত ১০ মার্চ বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক অনুপস্থিত ছিলেন বিদ্যালয় থেকে সমস্ত প্রধান শিক্ষক ঠিক রিপোর্ট পাঠাননি। অনেকেই সে দিনের জন্য সি এল বা মেডিকেল দেওয়া হয়েছে। এগুলো ডি আই - কে দেখার অনুরোধ করেন, রোপা ১৯ এর ফিক্সেসন দ্রুত করতে হবে, বকেয়া বেতন দ্রুত দিতে হবে, সহকারী প্রধান শিক্ষক দেওয়ার ব্যবস্থা করতে হবে, বি এড না থাকায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকার বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ ছিল তা দিতে হবে। এগুলো ছাড়াও আরো অনেক দাবিই তাঁরা জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তপন দাস, মাধ্যমিকের কনভেনর শুভাশীষ ভট্টাচার্য, অসিত সাহা, অতনু নায়েক, কৌশিক মল্লিক, দেবব্রত মুখার্জী, দেবদ্বীপ চ্যাটার্জী, অজয় কুমার দত্ত, বিনায়ক বন্দোপাধ্যায়, চাঁদ ঘোষ, সোমনাথ গুপ্ত সহ অন্যান্যরা। ডি আই শ্রীধর প্রামানিক তাঁদের দাবি গুলি সহানুভূতির সাথে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।