Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Accident on Highway ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ২ জন


 

Accident on Highway 

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত আরও ২ জন


Sangbad Prabhati, 8 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। শনিবার কাক ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ১৯নং জাতীয় সড়কে বর্ধমান শহরের মিরছোবা দূর্গাতলার কাছে ফ্লাই ওভারের উপরে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সেখ কিরণ এবং সেখ বাপি। মৃতদের বাড়ি গলসি থানার বড়দিঘী এলাকায়। ঘটনায় আহত হয়েছেন সেখ জয়নাল ও সেখ বাপি নামে আরও দুজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের বাড়িও গলসি থানা এলাকায়।

জানা গেছে, ভোর চারটে নাগাদ একটি মোটর ভ্যানে চারজন জাতীয় সড়ক ধরে শক্তিগড়ের দিক থেকে গলসির দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে একটি অজানা গাড়ি মোটর ভ্যান টিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।