Radhamadhab Jiu রাধামাধব জিউ'র দোল উৎসব ও আতসবাজির প্রর্দশনী

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

Radhamadhab Jiu রাধামাধব জিউ'র দোল উৎসব ও আতসবাজির প্রর্দশনী


 

Radhamadhab Jiu

রাধামাধব জিউ'র দোল উৎসব ও আতসবাজির প্রর্দশনী 


অতনু হাজরা, নবগ্রাম : এপাড় বাংলা ওপাড় বাংলা জুড়ে দোল উৎসব নিয়ে নানা রীতি প্রচলিত আছে। যেমন, শহর বর্ধমানে রাজ প্রথা মেনে দোল পূর্ণিমার পরের দিন পালিত হয় রঙের উৎসব। তেমনি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে নবগ্রামের বহু প্রাচীন দেবতা রাধামাধব জিউ। এখানে গোস্বামী মতে দোলযাত্রার পরের দিন হয় দোল উৎসব। বিশেষ যে বিষয়টা এখানে দেখা যায় তা হলো আতজবাজির প্রর্দশনী। 

এই দোল উৎসবের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আঝাপুর অঞ্চলের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত, আঝাপুর পঞ্চায়েত প্রধান অশোক ঘোষ, শাজাহান মন্ডল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় আমরা কজন নামে একটি সংস্থা। মেহেমুদ বাবু বলেন তিনি বেশ কয়েকবার এখানে এসেছেন। এই রাধামাধব জিউ জির দোলযাত্রা অনুষ্ঠানে। তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার। এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তাঁর খুব ভালো লেগেছে। বাংলায় এই সম্প্রীতি আজও দেখা যায়। যেখানে হিন্দু মুসলিম একসাথে উৎসবে যোগদান করেন।

Post a Comment

0 Comments