Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Misrule দুঃশাসন


 

Misrule 

দুঃশাসন


Dilip Ranjan Bhaduri
Sangbad Prabhati, 29 March 2023


🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী

          

বেশ চলছে রেষারেষি

চলছে কাদা ছোঁড়াছুঁড়ি 

চোর চোর রব উঠেছে

কে করেছে আগে চুরি!

জ্ঞানী গুণী শিক্ষিত সব

তাঁরা কেন করবে চুরি,

চক্রান্তটা অনেক বেশী

মিছে অভিযোগ ভুঁড়িভুঁড়ি !

কৃষ্ণকে কেউ চোর বলে কি

তিনি করতেন ননী চুরি,

সেলামি কে ভুল করে কি

বলা উচিত ওটাও চুরি !

সগর রাজার ঘোড়া চুরি

করেছিলেন ইন্দ্ররাজ,

সেই কারণে পৃথিবীতে

গঙ্গা নদী বইছে আজ।

বাল্মীকি ছিলেন আগে

লুটেরা দস্যু রত্নাকর,

কেউ নেয়নি তাঁর দায়

পুণ্য সুখের সদাগর।

চুরি করলে হয় না সাজা

প্রমান করা সহজ নয়,

চোর বললে হবেই সাজা

সেটাই হল আসল ভয়।

ধৃতরাষ্ট্র রাজা ছিলেন

শত পুত্রের অন্ধ পিতা,

দুর্যোধন দেশ চালাতেন

দুঃশাসন আসল কথা।

লেখক অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার ও আইনজীবী।