চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

HS Exam. in the hospital হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলো চারজন ছাত্র


 

HS Exam. in the hospital 

হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলো চারজন ছাত্র 


Atanu Hazra
Sangbad Prabhati, 14 March 2023

অতনু হাজরা, জামালপুর : হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলো চারজন ছাত্র। জামালপুরের ঘটনা। ওই চারজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম হেমন্ত ঘোষ, সায়ন ঘোষ, অমরেশ ঘোষ ও অনুপ মিদ্দে। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব বর্ধমানের জামালপুরে বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের সেন্টারে পরীক্ষা দিতে আসছিলেন জোতশ্রীরাম হাই স্কুলের চার জন ছাত্র, যাদের বাড়ি আদমপুরে। বাড়ি থেকে বাইকে তারা পরীক্ষা দিতে আসছিলো। রাস্তাতে নিজেদের দুটি গাড়ি পরস্পর ধাক্কা লাগলে তাঁরা পড়ে গিয়ে আহত হয়। আহত অবস্থায় তাঁরা পৌঁছায় বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠে। সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন তাদের হাসপাতালে পৌঁছানোর। 

বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক দ্রুত ব্যবস্থা নেন। খবর পেয়ে সেখানে আসেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। সকলের উদ্যোগে তাদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করোনা হয়। তাঁরা আজকের পরীক্ষা হাসপাতালে বসেই দেয়।