Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের অ্যাডমিট বিতরণ


 

দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের অ্যাডমিট বিতরণ


অতনু হাজরা, জামালপুর : আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই উপলক্ষ্যে জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হলো। ছেলে মেয়েদের হাতে অ্যাডমিট তুলে দিতে ও তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। 

ছিলেন পরিচালন সমিতির সদস্য প্রশান্ত পাল, শেখ মিরাজ উদ্দিন সহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক, শেখ নূর আলী, অমিত কুমার দালাল, অয়নেন্দু বিষয়ী, বিপ্লব ঘোষ, মঞ্জুশ্রী মাইতি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ছাত্র ছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ডের সঙ্গে একটি করে পেন তুলে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত প্রত্যেক ছাত্র ছাত্রীকে মিষ্টি মুখ করানো হয়। ভূতনাথ বাবু বলেন, ছাত্র ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। তাই তাদের জীবনের বড় পরীক্ষার আগে তাদের একটু উৎসাহিত করা যাতে তাদের পরীক্ষা ভালো হয়। দেবাশীষ বাবু জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আজ বিদায় সম্বর্ধনা জানানো হলো বিদ্যালয়ের পক্ষ থেকে ওদের পরীক্ষা ভালো হোক সেই শুভ কামনাই করেন তিনি।