Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে জামালপুরে ৮৬ কিমি রাস্তা তৈরি হবে


 

পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে জামালপুরে ৮৬ কিমি রাস্তা তৈরি হবে 


Atanu Hazra
Sangbad Prabhati, 31 March 2023

অতনু হাজরা, জামালপুর : মাত্র দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ১২০০০ কিমি রাস্তা নির্মাণের শিলান্যাস করে পশ্চিমবঙ্গকে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড় করিয়েছেন। প্রতিটি জেলার প্রতিটি ব্লকই এই রাস্তা উপহার পেয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকও ৮৬.৪ কিমি রাস্তা পেয়েছে। এই রাস্তা তৈরি করতে প্রায় ২৫.৫ কোটি টাকা খরচ হবে। ব্লকের কোন কোন রাস্তা কোথায় কোথায় তৈরি হবে সেই বিষয়ে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক। আজকের এই সাংবাদিক সম্মেলনে দলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন। যে রাস্তা গুলি তৈরি হচ্ছে এর মধ্যে জামালপুরের যে রাস্তা নিয়ে বারবার এলাকার মানুষ ভোট বয়কটের ডাক পর্যন্ত দিয়েছিলেন সেই রাস্তা গুলোও আছে। এই রাস্তা পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে বলে মনে করা হচ্ছে।