পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে জামালপুরে ৮৬ কিমি রাস্তা তৈরি হবে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে জামালপুরে ৮৬ কিমি রাস্তা তৈরি হবে


 

পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে জামালপুরে ৮৬ কিমি রাস্তা তৈরি হবে 


Atanu Hazra
Sangbad Prabhati, 31 March 2023

অতনু হাজরা, জামালপুর : মাত্র দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ১২০০০ কিমি রাস্তা নির্মাণের শিলান্যাস করে পশ্চিমবঙ্গকে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড় করিয়েছেন। প্রতিটি জেলার প্রতিটি ব্লকই এই রাস্তা উপহার পেয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকও ৮৬.৪ কিমি রাস্তা পেয়েছে। এই রাস্তা তৈরি করতে প্রায় ২৫.৫ কোটি টাকা খরচ হবে। ব্লকের কোন কোন রাস্তা কোথায় কোথায় তৈরি হবে সেই বিষয়ে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক। আজকের এই সাংবাদিক সম্মেলনে দলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন। যে রাস্তা গুলি তৈরি হচ্ছে এর মধ্যে জামালপুরের যে রাস্তা নিয়ে বারবার এলাকার মানুষ ভোট বয়কটের ডাক পর্যন্ত দিয়েছিলেন সেই রাস্তা গুলোও আছে। এই রাস্তা পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

0 Comments