বিজেপির বিজয় মিছিল
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দিকে দিকে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। নাগাল্যান্ড ও ত্রিপুরায় বিজেপির জয় ও পশ্চিমবাংলায় সাগরদিঘী উপ নির্বাচনে তৃণমূলের পরাজয়ের খুশিতে ভরপুর বিজেপি নেতৃত্ব।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিল এলাকা পরিক্রমা করে। যার নেতৃত্বে ছিলেন পূর্ব বর্ধমান সদর জেলা সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী। মিছিল থেকে পথ চলতি মানুষদের লাড্ডু খাওয়ানো হয়।