Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Yuvashri Employment যুবশ্রী কর্মপ্রার্থী সমিতির নদীয়া জেলা সম্মেলন



Yuvashri Employment

যুবশ্রী কর্মপ্রার্থী সমিতির নদীয়া জেলা সম্মেলন 


Sangbad Prabhati, 19 February 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্ম প্রার্থী সমিতির প্রথম নদীয়া জেলার সম্মেলন অনুষ্ঠিত হলো কৃষ্ণনগর কবি বিজয়লাল ইনস্টিটিউটে। এই সম্মেলনে বিভিন্ন ব্লক থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যুবশ্রী প্রকল্প থেকে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী কর্মসংস্থান, কাজে না দেওয়া পর্যন্ত উপযুক্ত পরিমাণ উৎসব ভাতা প্রদান, Annexure ৷৷৷ (থ্রী ) বাতিল ও বন্ধ ভাতা চালু করা সহ প্রভৃতি দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি, অফিস সম্পাদক প্রণয় সাহা। এই সম্মেলন থেকে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে বাবন বিশ্বাস-কে সম্পাদক শুভঙ্কর ঘোষ-কে সভাপতি এবং মসিকুর রহমান-কে কোষাধ্যক্ষ করে ৪৬ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়েছে।