Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Winter Sports পৌরসভার উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা


 

Winter Sports

পৌরসভার উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা


Sangbad Prabhati, 12 February 2023

সেখ সামসুদ্দিন,মেমারি : মেমারি পৌরসভার উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন খেলার মাঠে চলে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ১২ ফেব্রুয়ারি মেমারি স্টেডিয়ামে ১ ও ৬ নম্বর ওয়ার্ডের শিশু ও নাগরিকদের নিয়ে শুরু হয়েছে শীতকালীন প্রতিযোগিতা। অপরদিকে ইছাপুর মাঠে ১৬ নম্বর ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এক একটি ওয়ার্ডের তিন শতাধিক ছেলেমেয়ে অংশগ্রহণ করে আজকের প্রতিযোগিতায়। বিভিন্ন ইভেন্টে, যার মধ্যে আছে ১০০ মিটার দৌড়, লজেন্স দৌড়, মিউজিকাল চেয়ার, হাঁড়ি ভাঙা, বল ছোঁড়া সহ নানান প্রতিযোগিতা। সকল ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান ১ ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস কুমার পাঁজা ও ডাঃ চিরঞ্জীব ঘোষ। ওয়ার্ডবাসীদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। মাঠে উপস্থিত সকলের জন‍্য সকালে টিফিন ও দুপুরে খাওয়ার ব‍্যবস্থা করা হয়।