Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Stolen goods recovered চুরি হওয়া বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার


 

Stolen goods recovered

চুরি হওয়া বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গত দু'মাস ধরে চুরি যাওয়া বহু মালপত্র বর্ধমান থানার পুলিশ উদ্ধার করতে সমর্থ হলেও চোর ধরতে পারেনি। যদিও বিপুল পরিমাণ চোরাই মালপত্র উদ্ধার সাম্প্রতিক সময়ে বর্ধমান থানার বড়সড় সাফল্য বলা যেতেই পারে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ল্যাপটপ, কম্পিউটার মনিটর, সাইকেল, কাঁসার বাসনপত্র ও একগুচ্ছ মোবাইল ইত্যাদি।


সোমবার বর্ধমান থানার ইন্সপেক্টর ইন চার্জ সুখময় চক্রবর্তীর উপস্থিতিতে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী মালিকদের ফিরিয়ে দেয় বর্ধমান থানা। চুরি হওয়া সামগ্রী ফেরত পেয়ে খুশি মালিকরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহর এবং লাগোয়া এলাকায় বিগত দুই মাস আগে বিভিন্ন এলাকায় ও রাস্তায় চলার পথে বেশকিছু সামগ্রী চুরি রায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই সমস্ত চুরি হওয়া সামগ্রী উদ্ধার করেছে। শীঘ্রই অপরাধীরাও ধরা পড়বে বলে আত্মবিশ্বাসী বর্ধমান থানার পুলিশ।