Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Member Cup Final মেম্বার কাপের ফাইনালে বিপুল উৎসাহ, বিজয়ী এঞ্জেল কলকাতা


 

Member Cup Final

মেম্বার কাপের ফাইনালে বিপুল উৎসাহ, বিজয়ী এঞ্জেল কলকাতা 


Sangbad Prabhati, 8 February 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চক্ষণজাদী মিলন সংঘের উদ্যোগে তিনদিন ধরে অনুষ্ঠিত হলো মেম্বার কাপ ক্রিকেট টুর্নমেন্ট। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবের চেহারা নেয়। যে দলগুলি অংশ নেয় তাতে সারা ভারতবর্ষ থেকে খেলোয়াড় থাকেন। দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্যের খেলোয়াড় থাকেন। খেলা উপলক্ষ্যে বিভিন্ন সেলিব্রিটিরা আসেন এখানে। আজ ছিল ফাইনাল খেলা। এই খেলায় অংশগ্রহণকারী দুই দল হলো এঞ্জেল কলকাতা ও আইস রকার্স। ফাইনালে যেতে কলকাতা এঞ্জেল। বিজয়ী দলকে দেওয়া হয় ১২০০০ টাকা ও বিজিত দলকে দেওয়া হয় ৮০০০ টাকা। দুটি দলকেই সুদৃশ্য দুটি ট্রফি দেওয়া হয়। এগুলি ছাড়াও ব্যক্তিগত অনেক পুরস্কার দেওয়া হয়। 

এই খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূলের জেলা নেতা আব্দুর রব, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং, ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা তাবারক আলী মন্ডল, ছাত্রনেতা বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। মেম্বার কাপ এ বছর ৫ বছরে পড়লো। পুরো টুর্ণামেন্ট নিজের দায়িত্বে আয়োজন করেন ওই এলাকার জনপ্রিয় ব্যক্তি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি। খেলা দেখতে হাজার হাজার মানুষ আজ ভিড় করেছিলেন খেলার মাঠে।