Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Matuya Sangha মতুয়া সংঘের উদ্যোগে রক্তদান শিবির, ক্যান্সার সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির


 

Matuya Sangha 

মতুয়া সংঘের উদ্যোগে রক্তদান শিবির, ক্যান্সার সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির


Sangbad Prabhati, 11 February 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত পারিজাত নগরে মতুয়া সংঘের শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের বার্ষিক উৎসব উপলক্ষে রক্তদান শিবির করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরে মহিলা পুরুষ সহ ৫০ জন রক্ত দেন। 

এদিন রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল‍্যচিকিৎসক ডাঃ সুশীল মুর্মু, মেমারি ১ ব্লকের বিডিও ডাঃ আলী মোহাম্মদ ওয়ালী উল্লাহ, মেয়াদি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির তারক সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

ক্যান্সার সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। বর্ধমান ক্যামরি হাসপাতালের সহযোগিতায় সুগার, প্রেসার, স্ত্রীরোগ, মেডিসিন ও ক‍্যান্সার রোগের পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল‍্যচিকিৎসক ডাঃ সুশীল মুর্মু, ক্যামরি হাসপাতালের মেডিসিনের ডাঃ হাসান তৌফিক, রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের ডাঃ মধুসূদন মন্ডল, ক্যামরি হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন সাগর প্রমুখ। 

এদিন সমগ্র স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা করেন ক্যাম্প কো-অরডিনেটর ও অর্গানাইজার কল্যাণী রায়।