Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Madhyamik Exam. মাধ্যমিক পরীক্ষা বিশদ জানতে ক্লিক করুন


 

Madhyamik Exam.

মাধ্যমিক পরীক্ষা বিশদ জানতে ক্লিক করুন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আর মাত্র দু'ঘন্টা পরেই পড়াশোনার ক্ষেত্রে জীবনের প্রথম পর্যায়ে সব থেকে বড় মূল্যায়ন মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলগুলির ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। এবার পুরনো সিলেবাসেই পরীক্ষা হতে চলেছে। আজ বেলা ১১ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। 

মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার সূচি অনুযায়ী আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম ভাষা, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দ্বিতীয় ভাষা, ২৫ ফেব্রুয়ারি শনিবার ভূগোল, ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জীবন বিজ্ঞান, ১ মার্চ বুধবার ইতিহাস, ২ মার্চ বৃহস্পতিবার অঙ্ক, ৩ মার্চ শুক্রবার ভৌতবিজ্ঞান, ৪ মার্চ শনিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদের অফিস ছাড়াও রাজ্যের প্রতিটি আঞ্চলিক কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতার জন্য প্রতিটি কন্ট্রোল রুমে নির্দ্দিষ্ট হেল্পলাইন নম্বর রয়েছে।

হেল্পলাইন নম্বরগুলি হল পর্ষদ সভাপতি ০৩৩-২৩২১-৩৮৭২/০৩৩-২৩৫৯-২২৭৪/

০৩৩-২৩২১-৩০৮৯

সচিবের দফতর ০৩৩-২৩২১-৩৮১৬

আঞ্চলিক কার্যালয়ের নম্বর 

কলকাতা ৯১৪৭১৩৫৭৪৯ 

বর্ধমান ৯১৪৭১৩৫৭৪৭ 

মেদিনীপুর ৯১৪৭১৩৫৭৫২

উত্তরবঙ্গ ৯১৪৭১৩৫৭৪৮