Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

International mother language day অমর একুশে


 

International mother language day

অমর একুশে


🟣 শান্তনু সেন শর্মা 


আজ একুশের সকাল থেকে

রাত্রি হলো পার,

বঙ্গজননী তোমার চরণে

জানাই নমস্কার।

এদিন ভোরে তোমার কণ্ঠে

বাজলো মধুর সুর,

সেই সুরেতে সারাটি দিন

মন হলো ভরপুর।

মা ডাকেতেই এই ভাষাতে

প্রথম ফোটে বুলি,

এই ভাষাতেই গান যেন গায়

কোকিল ও বুলবুলি।

যে ভাষাকে বিদ্যাসাগর

করেন প্রাণ দান, 

সেই ভাষাতেই গর্বিত মন

রয়েছে অম্লান। 

এই ভাষাতেই কবিগুরুর

শুনি হাজার গান, 

এই ভাষাতেই মধু কবির

সৃষ্টি অনির্বাণ।

দিনের শেষে রাত্রি এসে

বলছে যে তাই আজ--

সসম্মানে মাতৃ ভাষায়

হোক না সকল কাজ।