International mother language day
অমর একুশে
🟣 শান্তনু সেন শর্মা
আজ একুশের সকাল থেকে
রাত্রি হলো পার,
বঙ্গজননী তোমার চরণে
জানাই নমস্কার।
এদিন ভোরে তোমার কণ্ঠে
বাজলো মধুর সুর,
সেই সুরেতে সারাটি দিন
মন হলো ভরপুর।
মা ডাকেতেই এই ভাষাতে
প্রথম ফোটে বুলি,
এই ভাষাতেই গান যেন গায়
কোকিল ও বুলবুলি।
যে ভাষাকে বিদ্যাসাগর
করেন প্রাণ দান,
সেই ভাষাতেই গর্বিত মন
রয়েছে অম্লান।
এই ভাষাতেই কবিগুরুর
শুনি হাজার গান,
এই ভাষাতেই মধু কবির
সৃষ্টি অনির্বাণ।
দিনের শেষে রাত্রি এসে
বলছে যে তাই আজ--
সসম্মানে মাতৃ ভাষায়
হোক না সকল কাজ।