Scrooling

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২১ জুলাই বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

International mother language day অমর একুশে


 

International mother language day

অমর একুশে


🟣 শান্তনু সেন শর্মা 


আজ একুশের সকাল থেকে

রাত্রি হলো পার,

বঙ্গজননী তোমার চরণে

জানাই নমস্কার।

এদিন ভোরে তোমার কণ্ঠে

বাজলো মধুর সুর,

সেই সুরেতে সারাটি দিন

মন হলো ভরপুর।

মা ডাকেতেই এই ভাষাতে

প্রথম ফোটে বুলি,

এই ভাষাতেই গান যেন গায়

কোকিল ও বুলবুলি।

যে ভাষাকে বিদ্যাসাগর

করেন প্রাণ দান, 

সেই ভাষাতেই গর্বিত মন

রয়েছে অম্লান। 

এই ভাষাতেই কবিগুরুর

শুনি হাজার গান, 

এই ভাষাতেই মধু কবির

সৃষ্টি অনির্বাণ।

দিনের শেষে রাত্রি এসে

বলছে যে তাই আজ--

সসম্মানে মাতৃ ভাষায়

হোক না সকল কাজ।