Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

International mother language day অমর একুশে


 

International mother language day

অমর একুশে


🟣 শান্তনু সেন শর্মা 


আজ একুশের সকাল থেকে

রাত্রি হলো পার,

বঙ্গজননী তোমার চরণে

জানাই নমস্কার।

এদিন ভোরে তোমার কণ্ঠে

বাজলো মধুর সুর,

সেই সুরেতে সারাটি দিন

মন হলো ভরপুর।

মা ডাকেতেই এই ভাষাতে

প্রথম ফোটে বুলি,

এই ভাষাতেই গান যেন গায়

কোকিল ও বুলবুলি।

যে ভাষাকে বিদ্যাসাগর

করেন প্রাণ দান, 

সেই ভাষাতেই গর্বিত মন

রয়েছে অম্লান। 

এই ভাষাতেই কবিগুরুর

শুনি হাজার গান, 

এই ভাষাতেই মধু কবির

সৃষ্টি অনির্বাণ।

দিনের শেষে রাত্রি এসে

বলছে যে তাই আজ--

সসম্মানে মাতৃ ভাষায়

হোক না সকল কাজ।