Inter-district fraud ring
আন্তঃজেলা জালিয়াত চক্রের হদিশ, গ্রেপ্তার ২, উদ্ধার ১৭ ল্যাপটপ সহ প্রচুর ইলেকট্রনিক সরঞ্জাম
Sangbad Prabhati, 20 February 2023
অতনু হাজরা, জামালপুর : এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে নানা ধরনের আর্থিক জালিয়াতি চক্র গড়ে উঠছে। আর তাদের প্ররোচনায় বা ফাঁদে পা দিয়ে আর্থিক ভাবে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। নতুন একটি চক্র পশ্চিমবঙ্গে বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে সেটা হলো মোবাইল ফোনের টাওয়ার বসাবার নাম করে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে সাধারণ মানুষদের। পূর্ব বর্ধমানের জামালপুর থানায় এই রকম একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে বিরাট সাফল্য পায় জামালপুর থানার পুলিশ। সেই প্রেক্ষিতে সোমবার জামালপুর থানায় প্রেস মিট করেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী। ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং। সুপ্রভাত বাবু জানান, শুধুমাত্র মোবাইলের সূত্র ধরে এতবড় সাফল্য পেলো জামালপুর থানা। পুলিশ নিজস্ব সূত্র ধরে মধ্যমগ্রাম থেকে ১৭ ফেব্রুয়ারি বাবলি চক্রবর্তী ও শুভজিত চক্রবর্তীকে গ্রেপ্তার করে কোর্ট থেকে তাদের রিমান্ডে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে বারাসাতের সোদপুরে অভিযান চালিয়ে তাদের অফিস থেকে ১৭টি ল্যাপটপ, ১০টি অ্যাডাপ্টার, ৪টি ডেস্কটপ, ২টি ট্যাব, ৭টি মোবাইল, ৫টি পেনড্রাইভ, ১৫ টি স্লিম শট, ১টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ২ টি হার্ড ডিস্ক, ৫ টি সিডি, প্রচুর নন জুডিসিয়াল স্ট্যাম্প পেপার, প্রচুর রেজিষ্টার বুক, ব্যাঙ্ক এ্যাকাউন্ট ডিটেল রেজিষ্টার উদ্ধার করে। তিনি আরো জানান সোদপুর হেড অফিস ছাড়াও ৩ টি কল সেন্টার চালাতো প্রতারকরা। সেগুলো সবই বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন এটি একটি বিরাট চক্র এর শিকড় বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে । তিনি জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিংয়ের ভুয়সী প্রশংসা করেন। একটি টিম হিসাবে কাজ করে এতবড় সাফল্য পাওয়া গেছে বলে তিনি মনে করেন।