চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

Blood Storage Centre মেমারি গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ সেন্টারের উদ্বোধন


 

Blood Storage Centre

মেমারি গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ সেন্টারের উদ্বোধন 


Sangbad Prabhati, 7 February 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমানের মেমারি গ্রামীণ হাসপাতালে ব্লাড রিজার্ভ সেন্টার চালু হলো। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। ডেপুটি সিএমএইচ জানান, আপাতত চার ইউনিট ব্লাড এই রিজার্ভ সেন্টারে থাকবে। যা প্রসূতি মায়েদের সিজার কেসে ব্যবহার হবে। যদি কোন দুর্ঘটনায় আহত রোগী আসে এবং ব্লাড দেওয়া জরুরী থাকে, সে ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। 

এই চার ইউনিট রক্ত দিয়ে শুরু হল ব্লাড ব্যাঙ্কের পথ চলা। আগামী দিনে সকলের চেষ্টায় ব্লাড ব্যাঙ্কে রূপান্তরিত করার প্রচেষ্টা থাকবে বলে জানান বি এম ও এইচ এবং বিধায়ক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ, অ্যাডিশনাল সিএমওএইচ ও ডিএমও, মেমারির বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, কর্মাধ্যক্ষ, বিএমওএইচ সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ।