চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সোনারগড়িয়া বিবেকানন্দ বিদ্যামন্দিরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান


 

সোনারগড়িয়া বিবেকানন্দ বিদ্যামন্দিরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে সোনারগড়িয়া বিবেকানন্দ বিদ্যামন্দিরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হলো ৪ ফেব্রুয়ারি। দেখতে দেখতে ৫০ বছরে পদার্পণ করলো বিদ্যালয়টি। 

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর ব্লকের জননেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার কোলে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অদ্বৈত প্রসাদ পাল সহ সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অন্যান্য অতিথিরা। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু করা হয়। 

চারদিন ব্যাপি চলবে এই অনুষ্ঠান। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে রক্তদান শিবির, কৃষি ও পুষ্প প্রদর্শনী, গীতি নাট্য, যাত্রা পালা সহ একাধিক অনুষ্ঠান। সুবর্ন জয়ন্তীর এই অনুষ্ঠান দেখে খুশি উপস্থিত অতিথিরা।

Post a Comment

0 Comments