Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রজত জয়ন্তী বর্ষে কৃষি, পুষ্প ও হস্তশিল্প মেলা মুকুল

 


রজত জয়ন্তী বর্ষে কৃষি, পুষ্প ও হস্তশিল্প মেলা মুকুল


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আটপাড়া নবীন সংঘের কৃষি, পুষ্প ও হস্তশিল্প মেলা মুকুল এবছর ২৫ বছরে পড়লো। মুকুলকে কেন্দ্র করে একটা উৎসবের আমেজ দেখা যায় এলাকায়। মহাসমারোহে এর উদ্বোধন করা হয়। 

উপস্থিত ছিলেন প্রফেসর সোমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিজন গঙ্গোপাধ্যায়, অচিন্ত বন্দোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সহ ওয়াসিম সরকার, বিট্টু মল্লিক, উপ প্রধান সুভাষ কোলে, মুকুলের সম্পাদক প্রহ্লাদ পাল সহ অন্যান্যরা। সাতদিন ধরে চলবে এই অনুষ্ঠান। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, যাত্রাপালা, ক্যুইজ কনটেস্ট সহ নানা অনুষ্ঠান হবে।

 কৃষিজ ফসল, হস্ত শিল্পের নানা জিনিস প্রদর্শিত হচ্ছে। সবচেয়ে আকর্ষণ তাদের ফুল বাগান। মুকুল উপলক্ষ্যে পুরো মাঠ জুড়ে বসেছে মেলা।