জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


 

জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Sangbad Prabhati, 1 February 2023

 অতনু হাজরা, জামালপুর : জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে এক উচ্চ মানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। গ্রামীন এলাকার একটা স্কুলে এরকম শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠান ইদানীং সচরাচর দেখা যায় না। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন প্রধান শিক্ষিকা কাজরী বিশ্বাস এবং স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট মিঠু পাল। উদ্বোধনী সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। পরিচালনায় মেধা কাঞ্জিলাল। এরপর আবৃত্তি, একক গান, নৃত্য পরিবেশন করে ছাত্রীরা। স্বর্গীয় নিরঞ্জন হালদার রচিত ও সুরারোপিত নৃত্যনাট্য "এলো শরতের দিন " সকল কে মুগ্ধ করে। হাততালিতে মুখরিত প্রাঙ্গণ, পরিচালনা করেন সুদীপা চ্যাটার্জী সহযোগিতায় মিতা যশ স্বাগতা দে এবং মেধা কাঞ্জিলাল। এরপর অনুষ্ঠানে উপস্থিত হন সমাজকর্মী এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহেমুদ খান। অনুষ্ঠান দেখে তিনি প্রশংসা করেন স্কুলের। সবশেষে অমরেন্দ্রনাথ চক্রবর্তী র নাটক " হীরুডাকাত" এক অসাধারণ উপস্হাপনা উচ্চ প্রশংসিত সব মহলে। পরিচালনা করেন মল্লিকা বিশ্বাস সহযোগিতায় ছিলেন সোমা নন্দী। প্রধান শিক্ষিকা সংস্লিষ্ট সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Post a Comment

0 Comments