Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


 

জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Sangbad Prabhati, 1 February 2023

 অতনু হাজরা, জামালপুর : জামালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে এক উচ্চ মানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। গ্রামীন এলাকার একটা স্কুলে এরকম শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠান ইদানীং সচরাচর দেখা যায় না। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন প্রধান শিক্ষিকা কাজরী বিশ্বাস এবং স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট মিঠু পাল। উদ্বোধনী সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। পরিচালনায় মেধা কাঞ্জিলাল। এরপর আবৃত্তি, একক গান, নৃত্য পরিবেশন করে ছাত্রীরা। স্বর্গীয় নিরঞ্জন হালদার রচিত ও সুরারোপিত নৃত্যনাট্য "এলো শরতের দিন " সকল কে মুগ্ধ করে। হাততালিতে মুখরিত প্রাঙ্গণ, পরিচালনা করেন সুদীপা চ্যাটার্জী সহযোগিতায় মিতা যশ স্বাগতা দে এবং মেধা কাঞ্জিলাল। এরপর অনুষ্ঠানে উপস্থিত হন সমাজকর্মী এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহেমুদ খান। অনুষ্ঠান দেখে তিনি প্রশংসা করেন স্কুলের। সবশেষে অমরেন্দ্রনাথ চক্রবর্তী র নাটক " হীরুডাকাত" এক অসাধারণ উপস্হাপনা উচ্চ প্রশংসিত সব মহলে। পরিচালনা করেন মল্লিকা বিশ্বাস সহযোগিতায় ছিলেন সোমা নন্দী। প্রধান শিক্ষিকা সংস্লিষ্ট সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।