BDO Satyajit Kumar খণ্ডঘোষে বিডিও সত্যজিৎ কুমারের একের পর এক সাফল্য , গর্বিত গোটা ব্লক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

BDO Satyajit Kumar খণ্ডঘোষে বিডিও সত্যজিৎ কুমারের একের পর এক সাফল্য , গর্বিত গোটা ব্লক


 

BDO Satyajit Kumar

 খণ্ডঘোষে বিডিও সত্যজিৎ কুমারের একের পর এক সাফল্য , গর্বিত গোটা ব্লক


🟣 সফিকুল ইসলাম, খন্ডঘোষ

Sangbad Prabhati, 3 February 2023

➡️ বিভিন্ন ব্লকে কর্মসূত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক পদে অনেক ব্যক্তি আসেন। আবার সরকারের বদলিনীতি বা পদোন্নতির ফলে অন্যত্র চলে যান। এরই মধ্যে কেউ কেউ নিজের কর্মধারায় এলাকার মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছতে সক্ষম হন। এই পর্যায়েরই একজন আধিকারিক হলেন খণ্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার। বিভিন্ন বিষয়ে খণ্ডঘোষ ব্লককে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বহু ক্ষেত্রে খণ্ডঘোষ ব্লক রাজ্য ও জেলায় প্রথম স্থান দখল করেছে। বাংলা আবাস যোজনায় গোটা জেলার মধ্যে খন্ডঘোষ ব্লক প্রথম। কাস্ট সার্টিফিকেট প্রদানে খণ্ডঘোষ জেলার মধ্যে উল্লেখ্যযোগ্য স্থান দখল করেছে। ফিফটিন ফিন্যান্সের টাকা খরচে গোটা জেলার মধ্যে খণ্ডঘোষ তৃতীয় স্থান দখল করেছে। প্রেগনেন্সি মাদারদের পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। এছাড়া টায়ার থেকে রাস্তা তৈরিতে এবং টারবাইন থেকে বিদ্যুৎ তৈরি করে পঞ্চায়েত পরিচালনা রাজ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন খন্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার। 

২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে জেলাশাসকের সামনে এসডিও কৃষ্ণেন্দু কুমার মন্ডলের হাত থেকে বেস্ট অ্যাওয়ার্ড অফ অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। খণ্ডঘোষ বিডিও-কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এই সাফল্য তার একার নয়, পুরোটা টিম গেমের কাজ। বিডিও অফিসের সমস্ত স্টাফেদের কাজের প্রশংসা করেন। বিডিও সত্যজিৎ কুমার বলেন, আরো অনেক বিষয়ে আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে । খণ্ডঘোষ ব্লক কে আরো উচ্চতায় তুলতে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি সহ সমস্ত কর্মীবৃন্দ বদ্ধপরিকর।

ইতিমধ্যেই এলাকার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার - কে বিশেষ সম্মান জানিয়েছে। তাঁকে সাল, স্মারক মেমেন্টো, ডাইরি ও পেন দিয়ে সম্মানিত করেছে। 

                              লেখক : সমাজকর্মী ও সাংবাদিক ।

Post a Comment

0 Comments