Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Experimental camp to boost Generation Next জেনারেশন নেক্সটকে চাঙ্গা করতে তিন দিনের অভিনব এক্সপেরিমেন্টাল ক্যাম্প


 

Experimental camp to boost Generation Next

 জেনারেশন নেক্সটকে চাঙ্গা করতে তিন দিনের অভিনব এক্সপেরিমেন্টাল ক্যাম্প

Sangbad Prabhati, 24 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কোভিড উত্তর সিনড্রোম এক্কেবারে দিশেহারা করে দিচ্ছে জেনারেশন নেক্সটকে। অ্যান্ড্রয়েডের আচ্ছন্নতা সামলে মানসিকভাবে জেনারেশন নেক্সটকে চাঙ্গা করতে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অনুষ্ঠিত হলো অভিনব এক্সপেরিমেন্টাল ক্যাম্প। ভারত স্কাউট এন্ড গাইডসের বর্ধমান সদর লোকাল অ্যাসোসিয়েশন এই ক্যম্পের আয়োজন করেছিল। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প শেষ হয় ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনে। মেমারির এম সি এম এস স্কুলে এই শিবিরে ছিল নানা আকর্ষণের হাতছানি। এবারেই প্রথম প্রথা ভেঙে যে সব ছেলেমেয়েরা স্কাউটিং করে না তাদেরও যোগ দেবার সুযোগ করে দেওয়া হয়। ১৫০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নেয়।

অনেককাল আগে লর্ড বি পি ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। দক্ষিণ আফ্রিকায় এক বশ না মানা উপজাতির হাতে বন্দী হয়ে ছিলেন বন্দীশিবিরে। সে সময় স্কাউটিং প্রবর্তন করেন তিনি। এবারের নিরীক্ষামূলক শিবিরে ছিল নানা অ্যাক্টিভিটি।ছিল প্যারেড, গেমস, ফ্ল্যাগ মার্চ, ফার্স্ট এইডের ক্লাস, ল এবং প্রমিসের ক্লাস। ছিল গ্রান্ড ক্যাম্প ফায়ার থেকে অ্যাডভেঞ্চার, ভিডিও শো, অল ফেইথ প্রেয়ার। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে রাজস্থানে হয়ে যাওয়া ন্যাশনাল জাম্বুরির কিছু নির্বাচিত অংশ দেখানো এই শিবিরে। তিন দিনের এই শিবিরে শৃঙ্খলার পাশাপাশি যূথবদ্ধতা শিখেছে এই প্রজন্ম। মেঝেতে শুয়েছে, লাইন দিয়ে এক পঙতিতে বসে খাবার খেয়েছে। শিখেছে পেট্রোলিং, রোপিং থেকে ড্রিল।

বিভিন্ন সময়ে শিবিরে উপস্থিত ছিলেন শম্ভুনাথ চক্রবর্তী, অরুণ নন্দী, শৌভিক রায়চৌধুরী, দীপক সরকার, জোশেনারা বেগম, জহর সেন, ইমদাদুল হকের মত শিক্ষকেরা। ছিলেন জেলা সেক্রেটারি সুকান্ত দাস, দীপঙ্কর চ্যাটার্জী, বিশ্বনাথ ঘরের মত পদাধিকারীরা। শিবিরের পরিচালক ছিলেন জিতেন্দ্রনাথ চৌধুরী। 

শীতের হাল্কা ঠান্ডায় নাচে আর গানে মেতে উঠেছিল গতরাতের গ্র‍্যান্ড ক্যাম্প ফায়ার।