Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Experimental camp to boost Generation Next জেনারেশন নেক্সটকে চাঙ্গা করতে তিন দিনের অভিনব এক্সপেরিমেন্টাল ক্যাম্প


 

Experimental camp to boost Generation Next

 জেনারেশন নেক্সটকে চাঙ্গা করতে তিন দিনের অভিনব এক্সপেরিমেন্টাল ক্যাম্প

Sangbad Prabhati, 24 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কোভিড উত্তর সিনড্রোম এক্কেবারে দিশেহারা করে দিচ্ছে জেনারেশন নেক্সটকে। অ্যান্ড্রয়েডের আচ্ছন্নতা সামলে মানসিকভাবে জেনারেশন নেক্সটকে চাঙ্গা করতে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অনুষ্ঠিত হলো অভিনব এক্সপেরিমেন্টাল ক্যাম্প। ভারত স্কাউট এন্ড গাইডসের বর্ধমান সদর লোকাল অ্যাসোসিয়েশন এই ক্যম্পের আয়োজন করেছিল। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প শেষ হয় ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনে। মেমারির এম সি এম এস স্কুলে এই শিবিরে ছিল নানা আকর্ষণের হাতছানি। এবারেই প্রথম প্রথা ভেঙে যে সব ছেলেমেয়েরা স্কাউটিং করে না তাদেরও যোগ দেবার সুযোগ করে দেওয়া হয়। ১৫০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নেয়।

অনেককাল আগে লর্ড বি পি ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। দক্ষিণ আফ্রিকায় এক বশ না মানা উপজাতির হাতে বন্দী হয়ে ছিলেন বন্দীশিবিরে। সে সময় স্কাউটিং প্রবর্তন করেন তিনি। এবারের নিরীক্ষামূলক শিবিরে ছিল নানা অ্যাক্টিভিটি।ছিল প্যারেড, গেমস, ফ্ল্যাগ মার্চ, ফার্স্ট এইডের ক্লাস, ল এবং প্রমিসের ক্লাস। ছিল গ্রান্ড ক্যাম্প ফায়ার থেকে অ্যাডভেঞ্চার, ভিডিও শো, অল ফেইথ প্রেয়ার। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে রাজস্থানে হয়ে যাওয়া ন্যাশনাল জাম্বুরির কিছু নির্বাচিত অংশ দেখানো এই শিবিরে। তিন দিনের এই শিবিরে শৃঙ্খলার পাশাপাশি যূথবদ্ধতা শিখেছে এই প্রজন্ম। মেঝেতে শুয়েছে, লাইন দিয়ে এক পঙতিতে বসে খাবার খেয়েছে। শিখেছে পেট্রোলিং, রোপিং থেকে ড্রিল।

বিভিন্ন সময়ে শিবিরে উপস্থিত ছিলেন শম্ভুনাথ চক্রবর্তী, অরুণ নন্দী, শৌভিক রায়চৌধুরী, দীপক সরকার, জোশেনারা বেগম, জহর সেন, ইমদাদুল হকের মত শিক্ষকেরা। ছিলেন জেলা সেক্রেটারি সুকান্ত দাস, দীপঙ্কর চ্যাটার্জী, বিশ্বনাথ ঘরের মত পদাধিকারীরা। শিবিরের পরিচালক ছিলেন জিতেন্দ্রনাথ চৌধুরী। 

শীতের হাল্কা ঠান্ডায় নাচে আর গানে মেতে উঠেছিল গতরাতের গ্র‍্যান্ড ক্যাম্প ফায়ার।