Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Cricket tournament winner OC eleven প্রচারমূলক ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী মেমারি ওসি একাদশ


 

Cricket tournament winner OC eleven 

প্রচারমূলক ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী মেমারি ওসি একাদশ 


Sangbad Prabhati, 3 January 2023


সেখ সামসুদ্দিন, মেমারি : একটি প্রচারমূলক ক্রিকেট প্রতিযোগিতা হয় গন্তার ফুটবল ময়দানে। মেমারি-১ ও মেমারি-২ একাদশ বনাম মেমারি ওসি একাদশ। এসডিপিও সদর দক্ষিণের নেতৃত্বে ওসি একাদশ ছয় উইকেটে বিজয়ী হয়। এসডিও সদর দক্ষিণের অধিনায়কত্বে প্রথমে ব্যাট করে বিডিও একাদশ ১০ ওভারে ৮২ রান সংগ্রহ করে। মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর অসাধারণ ব্যাটিং এর ফলে সহজে ম্যাচ জিতে যায় মেমারি ওসি একাদশ। এই প্রচারমূলক ম্যাচ ঘিরে এদিন মাঠে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রচুর দর্শকের উপস্থিতিতে ম্যাচটি বেশ জমে ওঠে। ম্যাচের সেরা ব্যাটস ম্যান এবং ম্যান অফ দ্য ম্যাচ হন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমাশাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, মেমারি-১ বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ, মেমারি-২ বিডিও ডাঃ সৈকত মাজি, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, জামালপুর থানার ওসি রাকেশ সিং প্রমুখ। গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়।