Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Circle Sports মহাসমারোহে বিদ্যালয় সমূহের চক্র স্পোর্টস

 


Circle Sports

মহাসমারোহে বিদ্যালয় সমূহের চক্র স্পোর্টস


Sangbad Prabhati, 22 January 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান বর্ধমান জেলায় প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। চক্র ভিত্তিক এই স্পোর্টস পূর্ব বর্ধমান জেলা জুড়েই হবে। বর্ধমান শহর ২ চক্রের স্পোর্টস ২১ ও ২২ জানুয়ারি কানাইনাটশাল বি বি সি মাঠে অনুষ্ঠিত হয়।

এছাড়া ২১ জানুয়ারি জামালপুর চক্রের স্পোর্টস অনুষ্ঠিত হয় বাহাদুরপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের খেলার মাঠে। চক্র খেলার জন্য মাঠটি কে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়। একটি সুদৃশ্য মঞ্চ এবং শিক্ষক শিক্ষিকাদের বসার জন্য একাধিক টেন্টের ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনিন্দিতা সাহা, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পাড়াতল দুই পঞ্চায়েতের প্রধান মাবিয়া বেগম, জোতশ্রীরাম পঞ্চায়েতের প্রধান আরিফা খাতুন, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অরবিন্দ ভট্টাচার্য্য, শিক্ষক নেতা শেখ আব্দুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য অতিথিরা। মশাল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

অবর বিদ্যালয় পরিদর্শক অনিন্দিতা সাহা জানান সাতটি অঞ্চলের প্রায় ২০০ জন প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই চক্র খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি প্রতিটি অঞ্চলের প্রধান, উপ প্রধান সহ বিভিন্ন সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান সকল শিক্ষক-শিক্ষিকাদের যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই খেলা সম্পাদন করা গেছে।

১০০ মিটার, ২০০মিটার, লং জাম্প, হাই জাম্প, মাকু দৌড় সহ বিভিন্ন ইভেন্টে খেলা হয়। প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান জানান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গোটা রাজ্য জুড়েই চক্র খেলা গুলি সম্পন্ন হচ্ছে। সুন্দরভাবে আজকের এই চক্র খেলা সম্পাদন করার জন্য তিনি সমস্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানান। 

ছোট ছোট কচিকাঁচাদের নিয়ে আজকের এই খেলা দেখে মনে হচ্ছিল গোটা মাঠে যেন লাল নীল সবুজের মেলা বসে গেছে এবং যেন ছোট ছোট প্রজাপতি গোটা মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। 

আজকের এই চক্র খেলা উপলক্ষে সমস্ত প্রতিযোগী শিক্ষক-শিক্ষিকা এবং উপস্থিত অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছিল। এই খেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এগিয়ে আসে স্থানীয় বাহাদুরপুর ক্লাবও।