Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শ্রী সবুজের অভিযান এনজিও-র উদ্যোগে দু:স্থ পথশিশুদের মধ্যাহ্নভোজ এবং বস্ত্র বিতরন


 

শ্রী সবুজের অভিযান এনজিও-র উদ্যোগে দু:স্থ পথশিশুদের মধ্যাহ্নভোজ এবং বস্ত্র বিতরন 

Sangbad Prabhati, 29 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় ৮০ জন গৃহহীন দুঃস্থ ছেলে মেয়েদের মধ্যাহ্নভোজ ও বস্ত্র বিতরণ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান। রবিবার সংস্থার সহ সভাপতি অসিত কুমার পাঠক তাঁর পুত্র অনীশ পাঠকের জন্মদিন উপলক্ষে এই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন। গুণীজনদের সম্বর্ধনার মধ্য দিয়ে শুরু হয় এই মহতী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, শেখ পিন্টু, শেখ জাহাঙ্গীর সহ অন্যান্যরা। অতিথিদের হাতে একটি করে বৃক্ষ শিশু এবং একটি সার্টিফিকেট অফ অনার প্রদান করা হয়। শুরুতে সংস্থার সাংস্কৃতিক সম্পাদক অম্লান মজুমদার থিম সং পরিবেশন করেন। ওনার প্রদর্শিত ম্যাজিক শোটি শিশুদের কাছে অত্যন্ত আনন্দের সঞ্চার করে। 

সংস্থার সর্ব কনিষ্ঠ সদস্য রোদ্দুর মুখোপাধ্যায় আধুনিক জীবনমুখী গান গেয়ে ছেলে মেয়েদের মধ্যে বেশ খুশির জোয়ার আনে। এরপর শুরু হয় আনিসের হাত দিয়ে চকলেট ও বস্ত্র বিতরণ। কয়েকটি পথশিশুও এই সংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে। কেউ ছড়া, কেউ গান গেয়ে সকলের দৃষ্টি আকর্ষন করে। সংস্থার সভাপতি নিখিল কুমার খাঁ সংস্থার পক্ষ থেকে অনীশের হতে শুভেচ্ছাপত্র, ব্যাগ ও চকলেট তুলে দেন। 

 সংস্থার সম্পাদক ড. তুষারকান্তি মুখোপাধ্যায় তাঁর বক্তৃতায় অসিত বাবুকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করেন। পরিশেষে শতাধিক পথশিশুসহ মানুষের কাছে বর্ধমান স্টেশনে মধ্যাহ্ন আহার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। শিক্ষক তাপস কুমার পাল, শেখ জামালউদ্দিন, অনির্বাণ সাহা, মহাদেব দাস, অরুণাচল গাঙ্গুলি, অসিত কুমার পাঠক প্রমুখ সদস্যের সক্রিয় অংশগ্রহনে অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ হয়।