Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জয় জোহার মেলার প্রতিযোগিতায় স্থানাধিকারীদের কাঁসার থালা ও বিশেষ শাড়ি উপহার


 

জয় জোহার মেলার প্রতিযোগিতায় স্থানাধিকারীদের কাঁসার থালা ও বিশেষ শাড়ি উপহার 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জয় জোহার মেলার শেষ হলো। ৩০ জানুয়ারি মেলার শেষ দিনে গত দুদিনের বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিসিডাব্লিউ অফিসার সুপ্রভাত চক্রবর্তী, পাঁচরা পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপপ্রধান বিকাশ পাকড়ে, জয়দেব দাস সহ অন্যান্যরা। 

সফল প্রতিযোগিদের কাঁসার থালা, বিশেষ শাড়ি, বিজয়ী ও বিজিত দুই ফুটবল দলকে দুটি সুদৃশ্য ট্রফি ও পাঁচজন উপভোক্তার হাতে এস টি কার্ড তুলে দেওয়া হয়। তিন দিন ধরে চলা এই মেলা ভালই উপভোগ করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ এলাকার মানুষরা