Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাচার হওয়ার আগেই বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারে আলোড়ন


 

পাচার হওয়ার আগেই বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারে আলোড়ন 

Sangbad Prabhati, 28 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে। আজ ৭৫২ টি কচ্ছপ উদ্ধার হয়েছে বর্ধমানে। পাচার হয়ে যাওয়ার আগেই কচ্ছপ উদ্ধার হলেও পাচারকারিদের কেউই ধরা পড়েনি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদীঘি থানার তালিত রেলগেটের কাছে। একটি পিক আপ ভ্যানে তুলে কচ্ছপগুলো নিয়ে যাওয়ার আগেই রাজ্য পুলিশ ও রেল পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ পিক আপ ভ্যানটি আটক করতে সক্ষম হলেও পাচারকারীদের কাউকেই ধরতে পারেনি।

 পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটিতে প্রায় ৩০ টি ব্যাগে ৭৫২টি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। এরমধ্যে দেওয়ানদীঘি থানার পুলিশ ২২টি ব্যাগ উদ্ধার করেছে। পরে আর পি এফ আরও ৭টি ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি পিক আপ ভ্যান হঠাৎই তালিত রেল গেট এলাকায় কর্তব্যরত পুলিশ কে দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ভুল রাস্তায় চলে যাওয়ায় পাচারকারীরা গাড়ি ফেলে রেখেই পালিয়ে যায়। স্থানীয় কিছু মানুষ প্রথমে কচ্ছপের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের তৎপরতায় সেটা সম্ভব হয়নি। ফলে কিছু ব্যাগ রেল লাইনের উপরেই পড়ে থাকতে দেখা যায়। বাকি ২২টি কচ্ছপ ভর্তি ব্যাগ দেওয়ানদীঘি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানায়। আরপিএফ কে খবর দেওয়া হলে পুলিশ এসে রেল লাইনের উপর থেকে সাতটি ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়।

বর্ধমান বিভাগীয় বন দপ্তরের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস জানান, দেওয়ানদীঘি থানা ২২ টি ব্যাগে মোট ৫৬৮টি কচ্ছপ উদ্ধার করেছে এবং আর পি এফ সূত্রে ৭টি ব্যাগে মোট ১৮৪টি কচ্ছপ উদ্ধার করেছে।