পাচার হওয়ার আগেই বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারে আলোড়ন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পাচার হওয়ার আগেই বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারে আলোড়ন


 

পাচার হওয়ার আগেই বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারে আলোড়ন 

Sangbad Prabhati, 28 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে। আজ ৭৫২ টি কচ্ছপ উদ্ধার হয়েছে বর্ধমানে। পাচার হয়ে যাওয়ার আগেই কচ্ছপ উদ্ধার হলেও পাচারকারিদের কেউই ধরা পড়েনি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদীঘি থানার তালিত রেলগেটের কাছে। একটি পিক আপ ভ্যানে তুলে কচ্ছপগুলো নিয়ে যাওয়ার আগেই রাজ্য পুলিশ ও রেল পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ পিক আপ ভ্যানটি আটক করতে সক্ষম হলেও পাচারকারীদের কাউকেই ধরতে পারেনি।

 পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটিতে প্রায় ৩০ টি ব্যাগে ৭৫২টি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। এরমধ্যে দেওয়ানদীঘি থানার পুলিশ ২২টি ব্যাগ উদ্ধার করেছে। পরে আর পি এফ আরও ৭টি ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি পিক আপ ভ্যান হঠাৎই তালিত রেল গেট এলাকায় কর্তব্যরত পুলিশ কে দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ভুল রাস্তায় চলে যাওয়ায় পাচারকারীরা গাড়ি ফেলে রেখেই পালিয়ে যায়। স্থানীয় কিছু মানুষ প্রথমে কচ্ছপের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের তৎপরতায় সেটা সম্ভব হয়নি। ফলে কিছু ব্যাগ রেল লাইনের উপরেই পড়ে থাকতে দেখা যায়। বাকি ২২টি কচ্ছপ ভর্তি ব্যাগ দেওয়ানদীঘি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানায়। আরপিএফ কে খবর দেওয়া হলে পুলিশ এসে রেল লাইনের উপর থেকে সাতটি ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়।

বর্ধমান বিভাগীয় বন দপ্তরের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস জানান, দেওয়ানদীঘি থানা ২২ টি ব্যাগে মোট ৫৬৮টি কচ্ছপ উদ্ধার করেছে এবং আর পি এফ সূত্রে ৭টি ব্যাগে মোট ১৮৪টি কচ্ছপ উদ্ধার করেছে।


Post a Comment

0 Comments