কচিকাঁচাদের কলকাকলিতে উদ্বোধনের দিনেই মুখরিত শিশু মেলা প্রাঙ্গণ
Sangbad Prabhati, 19 January 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ১৯ তম বর্ধমান শিশু মেলা শুরু হলো আলমগঞ্জের কল্পতরু ময়দানে। উদ্বোধনের দিনেই কচিকাঁচাদের কলকাকলিতে মুখরিত শিশু মেলা প্রাঙ্গণ। চিলড্রেনস্ কালচারাল সেন্টার এর পরিচালনায় ৯ দিন ব্যাপি আয়োজিত মেলার অঙ্গ হিসাবে রয়েছে বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা বিষয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
বৃহস্পতিবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা শিশু মেলা কমিটির সভাপতি খোকন দাস, সম্পাদক সৌগত হালদার, সমাজসেবী তন্ময় সিংহ রায়, বর্ধমান পৌরসভার কাউন্সিলর স্বীকৃতি হাজরা সহ অন্যান্য কাউন্সিলররা।
আজ উদ্বোধনের আগে বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে শিশু মেলার বার্তা দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বি সি রোড, বড়বাজার, রাজবাটি হয়ে আলমগঞ্জের কল্পতরু মাঠে পৌঁছে শেষ হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। ১৯ তম বর্ষে শিশু মেলার বিশেষ আকর্ষণ হন্টেড হাউস, ডাইনোসর, গোলক ধাঁধা। এছাড়াও রয়েছে মজাদার রাইড সহ কচিকাঁচাদের পছন্দের হরেকরকম সামগ্রীর স্টল। উদ্বোধনের দিনেই শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।