দিদির দূত কর্মসূচি শুরুতেই বিপুল সাড়া জামালপুরে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দিদির দূত কর্মসূচি শুরুতেই বিপুল সাড়া জামালপুরে


 

দিদির দূত কর্মসূচি শুরুতেই বিপুল সাড়া জামালপুরে 


অতনু হাজরা, জামালপুর : দলের নির্দেশ অনুযায়ী সারা রাজ্যে শুরু হলো দিদির দূত কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার জামালপুরেও বুধবার থেকে শুরু হয়েছে দিদির দূত কর্মসূচি। মানুষের কাছে কাছে পৌঁছে যাবে দিদির দুতেরা। শুরুর দিনে আবুইঝাটি ১ ও ২অঞ্চলকে বেছে নিয়ে সেখানেই প্রচার কর্মসূচী শুরু হয়েছে। আবুইঝাটি ২ অঞ্চলের গোপালপুর মুক্তকেশী কালী মন্দিরে ও আবুইঝাটি ১অঞ্চলে পশ্চিম মধ্যপাড়ায় দুর্গা মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা করেন বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম, মহিলা নেত্রী মিঠু মাঝি, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, আই এন টি টি ইউ সি এর সভাপতি তাবারক আলী মন্ডল সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা। ছিলেন অঞ্চল সভাপতি ও স্থানীয় নেতৃত্বরা। 

বিধায়ক, ব্লক সভাপতি সহ অন্যান্যরা স্থানীয় আবুইঝাটি সাবিত্রী দেবী বিদ্যালয় পরিদর্শন করেন। পরবর্তীতে তাঁরা আবুইঝাটি ১ অঞ্চল স্পোর্টস দেখতে উপস্থিত হন। সেখান ছোটদের হাতে পুরস্কার তুলে দেন। এরই সাথে দিদির দূত হয়ে যারা কাজ করবেন তাদের হাতে দিদির দূত কিট তুলে দেন তাঁরা। আবুইঝাটি ১ পঞ্চায়েতে গিয়ে মিটিংও করেন তাঁরা। দিদির দুতেদের সাথে বিধায়ক ও ব্লক নেতৃত্ব বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের কথা শোনেন। বিধায়ক ও সভাপতিকে সামনে পেয়ে অনেকেই স্বতস্ফূর্ত ভাবে তাঁদের নিজেদের কথা শোনান।

Post a Comment

0 Comments