Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Birthday Celebration with BPL Children বস্তিবাসী শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দে বেজায় খুশি ছোট্ট প্রীতিশা


 

Birthday Celebration with BPL Children

বস্তিবাসী শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দে বেজায় খুশি ছোট্ট প্রীতিশা


Sangbad Prabhati, 28 January 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অনেকেই ঘটা করে ছেলে মেয়ের জন্মদিন পালন করে। আত্মীয় স্বজন সহ সমাজের বিশিষ্টদের আমন্ত্রণ করে এনে প্রাচুর্যের আনন্দে মেতে ওঠে। কিন্তু সমাজসেবী কৌশিক দে তাঁর একমাত্র কন্যা প্রীতিশা'র জন্মদিন পালন করলেন একটু অন্যভাবে। ফুটপাতবাসী অনাহারে অর্ধাহারে দিন কাটানো শিশুদের নিয়ে জন্মদিন পালনের সামগ্রিক পরিচালনায় ছিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের এর পূর্ব বর্ধমান বোর্ডের সদস্যরা। তাদের পরিচালনায় প্রীতিশা দে-র জন্মদিন উপলক্ষে আজ কেক কেটে এবং ৩০০ জন শিশু এবং ওই এলাকার মানুষ এর মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। এছাড়া ১০০ জন শিশুদের হাতে পাঠ সামগ্রী, স্কুলের ব্যাগ বই খাতা রং পেন্সিল তুলে দেওয়া হয়।

বর্ধমান বীরহাটা ঘড়ি মোড় সংলগ্ন কোঁড়া পাড়া বস্তিতে অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা সভাপতি সেখ হাফিজুল রহমান, সম্পাদক মোহাম্মদ শামীম, সংগঠনের মহিলা সেলের সাধারন সম্পাদিকা মহুয়া ঠাকুর, সহ সম্পাদিকা তামান্না শারমিন, বিশিষ্ট সমাজসেবী সেখ সবুর আলী।

এছাড়া অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান বোর্ডের, রায়না ব্লক এর, মেমারি ব্লক এর, গলসি ব্লক, কাটোয়া ও জামালপুর ব্লক এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বস্তিবাসী কচিকাঁচাদের সঙ্গে জন্মদিনের আনন্দ শেয়ার করতে পেরে খুশিতে আপ্লুত ছোট্ট প্রীতিশা। একমাত্র সন্তানের আনন্দে কৌশিক বাবুও বেশ উৎফুল্ল।