Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Murder যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


 

Murder 

যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য 


কাজল মিত্র, আসানসোল : বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার বেলিয়াপুর গ্রামে। মৃত যুবকের নাম মনৎ মন্ডল। ঘটনাস্থলে বারাবনি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে খুন করা হয়েছে।

ঘটনায় জানা যায় বাড়িতে নিজের বিছানার উপরেই পড়েছিল মনৎ মন্ডলের মৃতদেহ। তাঁর ঘাড়ে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারালো অস্ত্রের কোপে বাড়ির বিভিন্ন জায়গায় ছিটকে পড়েছে রক্ত এদিন এই ঘটনার খবর জানাজানি হতেই মনৎ মন্ডলের বাড়ি ঘিরে ভিড় জমান এলাকার বাসিন্দারা। 

 ঘটানাস্থলে আনা হয় পুলিশ কুকুর। পুলিশ কুকুর দিয়ে এলাকায় তল্লাশি চালানো হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। জানা গেছে, ওই বাড়িতে দুই ভাই সনৎ মন্ডল ও মনৎ মন্ডল একসঙ্গে থাকতেন। বাড়িতে আর কেউ থাকতেন না। ঠিক এই পরিস্থিতিতে কিভাবে কি কারনে এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখছে বারাবনি থানার পুলিশ।