Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

MESMERIZE 2K22 ছাত্র-ছাত্রীদের সুকোমল বৃত্তিগুলো বিকশিত করতে "ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ" এর বিশেষ উদ্যোগ


 

MESMERIZE 2K22 

ছাত্র-ছাত্রীদের সুকোমল বৃত্তিগুলো বিকশিত করতে "ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ" এর বিশেষ উদ্যোগ


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুকোমল বৃত্তিগুলো বিকশিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ। "মেসমেরাইজ" শীর্ষক একটি অনুষ্ঠান প্রতি বছরই আয়োজিত হয়। এবারও তিন দিন ব্যাপি ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

২২ ডিসেম্বর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ সুজিত কুমার চৌধুরী, ডীন ফ্যাকাল্টি অফ সায়েন্স ডঃ সুনীল কুমার কারফর্মা, ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ এর সভাপতি ডঃ ষোড়শী মোহন দাঁ, ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ এর সহ সভাপতি তথা বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স এর সভাপতি ডঃ নন্দন গুপ্ত, ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ এর সম্পাদক অচিন্ত্য কুমার মন্ডল, সদস্য সত্যরাজ আদিত্যাংশু মেদ্দা, বর্ধমান মডেল স্কুলের প্রিন্সিপাল বিপিন বিহারী সিং, বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স (বিআইএমএস) এর টিচার ইন চার্জ লিসা বন্দ্যোপাধ্যায় এবং ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র অধ্যক্ষ ডঃ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

নাচে, গানে অংশ নিয়ে ছাত্র-ছাত্রীরা আনন্দে আপ্লুত। নিত্যনৈমিত্তিক পড়াশোনার বাইরে নিজেদের একটু অন্যভাবে নান্দনিক আঙ্গিকে মেলে ধরছে ছাত্র-ছাত্রীরা।

এই তিন দিনের অনুষ্ঠানে বর্ধমান মডেল স্কুল (সিনিয়র সেকেন্ডারি স্কুল, C.B.S.E. নতুন দিল্লির অধিভুক্ত), বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স (বিআইএমএস), বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেস (বিআইএমএলএস), ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি), ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস (ওআইএইচএস), বর্ধমান ইনস্টিটিউট অফ মডার্ন স্টাডিজ (বিআইএমএস) এর ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারাও