Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Centenary celebration রাইস মিলস অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তিতে আনন্দঘন পরিবেশে জমজমাট মিলনোৎসব


 

Centenary celebration

রাইস মিলস অ্যাসোসিয়েশন এর শতবর্ষ পূর্তিতে আনন্দঘন পরিবেশে জমজমাট মিলনোৎসব

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : এক আনন্দঘন পরিবেশে বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি উদযাপিত হলো। বর্ধমানের রেনেসাঁ উপনগরী সংলগ্ন দু'নম্বর জাতীয় সড়কের পাশে হোটেল সিনক্লেয়ার্স প্রাঙ্গণে ১০০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। রবিবার এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা সহ রাজ্যের প্রায় এক হাজার জন রাইস মিল মালিক উপস্থিত হয়ে ছিলেন। সামগ্রিক ভাবে রবিবাসরীয় এই অনুষ্ঠান মিলনোৎসবে পরিনত হয়। বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবনাথ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক, সহ সভাপতি বংশীবদন সাম, সুকুমার সাহানা, রাজকুমার সাহানা, জন্মেঞ্জয় খাঁ, জয়দেব বেতাল, সহ সম্পাদক হীরেন পাঁজা, শতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান মৌলি শঙ্কর রায় সহ মনীশ খান্ডেলওয়াল, কামালউদ্দিন মন্ডল, গফুর আলী খান, রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল, পলাশ নন্দী, পলাশ সাহানা, আজিজ আমান, সব্যসাচী শাম, দেবাশীষ নন্দী, সৌগত সাহানা, সপ্তক কুন্ডু, সুমন্ত পাল, শিবাজী দত্ত, বিদেশ ঘোষ এবং অন্যান্যরা।

বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি দেবনাথ মন্ডল-কে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে লাইফ টাইম অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। ১০০ টি গোলাপ ফুলের মালা পরিয়ে এই সম্মাননা তুলে দেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। 

এছাড়া সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক এবং সহ সভাপতিদেরও অনুষ্ঠানে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করে শতবর্ষ উদযাপন কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বর্ধমানের চালের ভাত খেয়ে সমগ্র পৃথিবী ঘুরেছি। রাজ্যের শস্য ভান্ডার বর্ধমান পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতকে পথ দেখাচ্ছে। রাইস মিলের আধুনিকীকরণের ব্যাপারে বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশন এক সদর্থক এবং অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। 

প্রদীপ মজুমদার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যূনতম মূল্যের থেকেও বেশি দামে ধান কিনে চাষীদের উজ্জীবিত করছেন। বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশন তাদের ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়েও একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ায় মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন তাদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক। শতবর্ষ আগে রাম দয়াল দে এই সংগঠনটিকে নিজে হাতে তৈরি করেছিলেন। অনুষ্ঠানে প্রয়াত রাম দয়াল দে'র প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং তাঁর পরিবার বর্গের হাতে সম্মাননার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 

মূল অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য আজিজ আমান।

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে রাইস মিলারদের পরিবার বর্গের ছেলেমেয়েদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত সকলকে আনন্দ দেন। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন সঞ্চালিকা সুদীপা সরকার।