Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ঈশানির রৌপ্য পদক


 

অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ঈশানির রৌপ্য পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর পরিচালনায় “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ" ৩ এবং ৪ ডিসেম্বর নিউ দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রুপের স্বর্ণপদক বিজয়ীরা এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিল। 

এই প্রতিযোগীতায়  পশ্চিমবঙ্গের রাজ্য ক্যারাটে সংস্থা ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর হয়ে পূর্ব বর্ধমান জেলা থেকে দুজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ঈশানি গুপ্তা ১২ বছরের ৪০ কেজি কুমিতে বিভাগে রৌপ্য পদক জয়লাভ করে। ধ্রুবজিত দত্ত ৯ বছরের +৩৫ কেজি কুমিতে বিভাগের দ্বিতীয় রাউন্ডে হেরে যায়। 

এই খবর জনিয়েছেন বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ঈশানির এই সাফল্যে সকলে খুব গর্বিত ও আনন্দিত।