অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ঈশানির রৌপ্য পদক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ঈশানির রৌপ্য পদক


 

অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ঈশানির রৌপ্য পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর পরিচালনায় “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ" ৩ এবং ৪ ডিসেম্বর নিউ দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রুপের স্বর্ণপদক বিজয়ীরা এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিল। 

এই প্রতিযোগীতায়  পশ্চিমবঙ্গের রাজ্য ক্যারাটে সংস্থা ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর হয়ে পূর্ব বর্ধমান জেলা থেকে দুজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ঈশানি গুপ্তা ১২ বছরের ৪০ কেজি কুমিতে বিভাগে রৌপ্য পদক জয়লাভ করে। ধ্রুবজিত দত্ত ৯ বছরের +৩৫ কেজি কুমিতে বিভাগের দ্বিতীয় রাউন্ডে হেরে যায়। 

এই খবর জনিয়েছেন বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ঈশানির এই সাফল্যে সকলে খুব গর্বিত ও আনন্দিত।

Post a Comment

0 Comments