তেজগঞ্জ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হলো। বুধবার সকালে পদযাত্রার মাধ্যমে সূচনা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও পদযাত্রায় পা মেলান। মূল অনুষ্ঠানে একটি সুন্দর স্মরণিকা প্রকাশ করা হয়।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তেজগঞ্জে উচ্চ বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী কমিটির সভাপতি তথা বিদ্যালয় পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি দেবনারায়ণ গুহ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর আশিস কুমার পানিগ্রাহী, কামারপুকুর মঠ মিশনের মহারাজ স্বামী অবধূতা নন্দজি মহারাজ, শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের ভাইস প্রেসিডেন্ট প্রো. তুস্তি মাতা, শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ চক্রের সন্ন্যাসী অক্ষয় গিরি, এ আই সদর নর্থ অরুণ কুমার মন্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিন ফ্যাকাল্টি অফ সাইন্স ডঃ সুনীল কুমার কারফরমা, রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত শিক্ষারত্ন গাছ মাস্টার অরূপ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক হাসিবুর রহমান, বর্ধমান বিশ্ববিদ্যালয় জুলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর কৌশিক ঘোষ, উদয় পল্লী হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ গোপাল ঘোষাল, কাঞ্চননগর ডি এন দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডঃ সুভাষ চন্দ্র দত্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জয়েন ডিরেক্টর অফ এগ্রিকালচার সুকান্ত মুখার্জী, মাছখান্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস, ভারতী স্কুলের শিক্ষিকা মিতা সাহা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা গুপ্ত সহ সুমিত্রা চক্রবর্তী, বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রেসিডেন্ট নিতাই চন্দ্র, প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।