Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু-কে একহাত নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম


 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু-কে একহাত নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ইডি আর সিবিআই থেকে বাঁচতেই শুভেন্দু অধিকারী বিজেপি-তে গিয়েছেন। কীভাবে আন্দোলন, সংগ্রাম করতে হয় কিছুই জানে না শুভেন্দু। ২৩ ডিসেম্বর বর্ধমানে সিপিআইএমের জেলা কমিটির বৈঠকে এসে সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন দলের রাজ্য সম্পাদক মহঃ সেলিম।

 তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে কার্যত একহাত নেন। সি পি এম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, শুভেন্দু জানে কীভাবে সারদার টাকা মারতে হয়। কীভাবে চিটফান্ডের টাকা হস্তগত করতে হয়। ও জানে কীভাবে মমতার পায়ের তলা চাটতে হয়। কীভাবে মোদির পা চাটতে হয়। কি ভাবে ই ডি আর সি বি আই থেকে বাঁচতে বিজেপি তে যেতে হয়।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম আরো বলেন, পুলিশকে বলবো ডি আই জি হিসেবে কাজ করুন। ডি ও জি হিসেবে নয়। তিনি বলেন, কোনো হত্যায় মোটিভ দেখা হয়। এক্ষেত্রে লালন সেখের হত্যায় কার লাভ হল সেটা দেখতে হবে। হঠাৎ যেন লালন সেখের মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের ঘুম ভেঙেছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে মহঃ সেলিম এর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক সৈয়দ হোসেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী।