Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

প্রয়াত সাংবাদিক সঞ্জিত সেনের পরিবারের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধা


 

প্রয়াত সাংবাদিক সঞ্জিত সেনের পরিবারের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রয়াত সাংবাদিক সঞ্জিত সেনের পরিবারের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধা। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন সাংবাদিক সঞ্জিত সেন। প্রয়াত সঞ্জিত বাবু ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে, তার একটি ছোট্ট মেয়ে রয়েছে সে পঞ্চম শ্রেণীতে পড়ে। রবিবার বর্ধমান সহযোদ্ধা'র পক্ষ থেকে সভাপতি ঋষিগোপাল মন্ডল, সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ সৌমিত্র হাজরা, সুশান্ত বাগরা সঞ্জিত বাবুর বাসভবনে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করেন এবং আশ্বাস দেন তার মেয়ের পড়াশোনার জন্য যাবতীয় দায়িত্ব সংগঠন নেবে। এই কর্মকাণ্ডে বর্ধমান সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বজিৎ মল্লিক, কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীমউদ্দীন এবং মানুষ মানুষের জন্য সংস্থার সভাপতি শেখ পিন্টু। বর্ধমান সহযোদ্ধার এই উদ্যোগকে কুর্ণীশ জানাচ্ছেন বর্ধমানের সাংবাদিকরা।