Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দৃষ্টিহীন শিক্ষার্থীদের সারা ভারত ষষ্ঠ কুরআন পাঠ সম্মেলন


 

দৃষ্টিহীন শিক্ষার্থীদের সারা ভারত ষষ্ঠ কুরআন পাঠ সম্মেলন 


সেখ সামসুদ্দিন, ২৮ ডিসেম্বর : দৃষ্টিহীন ছাত্রদের নিয়ে সারা ভারত ষষ্ঠ কুরআন পাঠ সম্মেলন আজ সকাল ন'টা থেকে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ক্যাম্পাসে ( মেমারি মাদ্রাসা প্রাঙ্গণে) সম্মেলন চলছে। এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ দক্ষিণ আফ্রিকার মাওলানা হাসান আব্দুল কাদির। 

 এই কুরআন পাঠ সম্মেলন আজ সকাল ৯ টা থেকে শুরু হয়ে আগামীকাল পর্যন্ত চলবে এবং এবং সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ৬০ জন দৃষ্টিহীন শিক্ষার্থী কুরআন পাঠ সম্মেলনে অংশগ্রহণ করেছে বলে জানান মেমারি মদিনাতুল জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের অধ্যক্ষ ক্বারী শামসুদ্দিন আহম্মাদ। প্রধান অতিথি হাসান সাহেব দৃষ্টিহীন ছাত্রদের সফলতা কামনা করেন এবং দুর্বল মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সফলতায় সহায়তার হাত বাড়িয়ে দিতে দক্ষিণ আফ্রিকা থেকে মেমারিতে এসেছেন বলে জানান।