অসহায় পরিবারের কচিকাঁচাদের মধ্যে কম্বল প্রদান
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শীতের হাত থেকে অসহায় মানুষদের রক্ষা করার উদ্যেশ্য নিয়ে আজ মিলিত প্রয়াস ও আমার পাঠশালার যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মিলিত প্রয়াসের সভাপতি উত্তম কুমার সাহা জানান আজ বর্ধমান নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।
সংস্থার সহ সভাপতি অশোক কুমার সরকার বলেন, এই মহৎ কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেন আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক সহ অন্যান্য সদস্যরা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী।