পরিবেশ সচেতনতায় র‍্যালি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পরিবেশ সচেতনতায় র‍্যালি


 

পরিবেশ সচেতনতায় র‍্যালি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'ইচ্ছে '। সারাবছরই পরিবেশের উপর নানা ধরনের কাজ তাঁরা করে থাকে। আজ বড়দিনের মত বিশেষ দিনে সমাজে সচেতনতার বার্তা দিতে তাঁরা একটি সাইকেল র‍্যালির আয়োজন করে। যেটি শুরু হয় জামালপুর কালীতলায়। সেখান থেকে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত গিয়ে জামালপুর বাজার ও কালারাঘাট হয়ে বাসস্ট্যান্ডে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালিতে অংশ নেন ইচ্ছের সম্পাদক সায়ন্ত ঘোষ, যুগ্ম সম্পাদক শৌভিক দাস, কোষাধ্যক্ষ দীপাঞ্জন দত্ত, পলাশ মালিক, শান্তনু বসু, রাজকুমার মন্ডল, সাদ্দাম হোসেন, দীপায়ন দে, সুরজিৎ মালিক, প্রদীপ বেরা সহ অন্যান্য সদস্য ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা। র‍্যালিতে ছিল কতকগুলি ট্যাবলো। যার মধ্যে একটি বড় জায়গায় র‍্যালি থেকেই রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের নানা জিনিষ তুলে নেওয়া হচ্ছিল। যুগ্ম সম্পাদক শৌভিক ঘোষ জানান, মূলত পরিবেশের প্লাস্টিকের কুপ্রভাব এর বিষয়ে মানুষকে সচেতন করতেই এই র‍্যালি আয়োজন করা হয়েছিল।

Post a Comment

0 Comments