Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ আদিবাসীদের, বিডিওকে লিখিত অভিযোগ


 আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ আদিবাসীদের, বিডিওকে লিখিত অভিযোগ

কাজল মিত্র, আসানসোল : সারা রাজ্যজুড়ে আবাস যোজনায় তালিকা সংগ্রহ ও সংশোধন এর কাজ চলছে। সেইমত সালানপুর ব্লকেও বহু মানুষের আবাস যোজনায় নাম এলেও এমন কিছু নাম বাদ পড়ে গেছে যাদের বাড়ি ঘর কিছুই নেই ।আর সেইসকল আদিবাসী পরিবারেরা সালানপুর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েত এর আদিবাসীরা আবাস যোজনায় অন্তর্ভুক্ত উপভোক্তাদের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। এই পঞ্চায়েতের অন্তর্গত টাবাডি, কুণ্ডলপাড়া ও হলুদকানালি, মালবহাল, জোড়বাড়ি, নতুন বস্তি এলাকার বহু আদিবাসী মানুষজন মিলে মঙ্গলবার সালানপুর ব্লক অফিসে ধামসা মাদল নিয়ে বিক্ষোভ দেখায় এবং তারা সালানপুর ব্লক আধিকারিক অদিতি বসু'র হাতে লিখিত অভিযোগ তুলে দেন। পরিস্থিতি সামাল দিতে সালানপুর ব্লকে পৌঁছান সালানপুর থানা এবং রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। 

এদিন আছড়া পঞ্চায়েতের তিন এবং চার নম্বর সংসদের আদিবাসী মানুষজন লিখিত অভিযোগে জানান যে আছড়া পঞ্চায়েত থেকে ১১২ জনের জন্য আবাস যোজনার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার মধ্যে একজন আদিবাসী গরীব মানুষের নাম নেই।অবিলম্বে ওই তালিকাটি বাতিল করে নতুন তালিকা তৈরি করা হোক। আর তা যদি না হয় তবে বৃহত্তর আন্দোলন করা হবে। তারা আরো জানান পঞ্চায়েত থেকে দেওয়া ঠিক করা ১১২ জন তালিকার মধ্যে অধিকাংশ রয়েছে কারো বড় বাড়ি আছে, কেউ আবার উচ্চ আয় করেন।অন্যদিকে দিন আনা দিন খাওয়া যাদের পাকা বাড়ি নেই ঝুপড়িতে বাস করেন তারাই শুধু বাদ।তবে বিডিও অদিতি বসু তাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি উচ্চতম আধিকারিক দের জানানো হবে।