Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির

 


প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির


অতনু হাজরা, রায়না : পূর্ব বর্ধমানের রায়না গ্রামে মুসলিম প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। মূলত প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার উদ্দেশ্যেই এই শিবির করা হয়। চিকিৎসক হিসেবে এই শিবিরে ছিলেন বর্ধমান সান হাসপাতালের পক্ষে ডাঃ সুবোধ বিশ্বাস (মেডিসিন) ও ডাঃ এস পি শ্রীবাস্তব (চক্ষু চিকিৎসক) জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ ঋত্বিক ভট্টাচার্য্য ও বাসুদেব পাল। প্রায় ১৫০ জন মানুষ আজ এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা পান যার মধ্যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও ছিল। চোখের অপারেশনের জন্য কয়েকজনকে জামালপুর লায়ন্স সেবা আই হসপিটালে রেফার করা হয়। সেখানে বিনামূল্যে তাদের অস্ত্রোপচার করা হবে। ওই শিবিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সান হসপিটালের কর্ণধার শেখ আলহাজউদ্দিন, কাজী মহ: রফিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম সহায় মুখার্জী, শেখ কামালউদ্দিন সহ অন্যান্যরা।